এই বছর পুজোর থিম ‘কাল্পনিক শিব মন্দির’। যা তৈরি হচ্ছে একেবারে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায়, এআই মডেলের নকশা অনুসারে। সিনেমার সেটের মতো নিখুঁত সাজসজ্জা, নানান আলোছায়ার খেলা আর সৃজনশীল কাঠামোয় মণ্ডপটি হয়ে উঠছে যেন এক জীবন্ত কল্পলোক। প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই বিশাল মণ্ডপ।
আরও পড়ুন : পুরুলিয়ার মৃৎশিল্পীদের হাতে তৈরি দীপাবলির এই বিশেষ প্রদীপ! লাগামছাড়া চাহিদা দেখে অবাক হবেন
advertisement
পুরো মণ্ডপ সেজে উঠবে চন্দননগরের বিশেষ আলোকসজ্জায়। যা পুজোর আবহে এনে দেবে সিনেমার পর্দার জাদু। অন্যদিকে, দুর্গাপুর থেকে আসছে প্রতিমা, যেখানে দেবী কালী থাকবেন দুর্গা রূপে, শক্তি ও মাতৃত্বের প্রতীক হয়ে। পুজো চলাকালীন থাকবে নানান সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান, আর দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বসানো হবে সিসি ক্যামেরা। থাকবে একশোরও বেশি ভলান্টিয়ার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্লাব সদস্য উত্তম সিনহা জানিয়েছেন, আমাদের এই মণ্ডপ এবার মন ছুঁয়ে যাবে শহরবাসীর। ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি। প্রত্যেকবারের মতোই মন ছুঁয়ে যাবে দর্শনার্থীদের। সিনেমার পর্দায় যে জাদু তিনি এতদিন ধরে সৃষ্টি করেছেন, এবার সেই জাদুই নেমে আসছে শিলিগুড়ির পুজো মণ্ডপে।
ফিল্ম সেটের কারিগরি, আলোছায়ার খেলা আর আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে তরুণ সংঘের কালীপুজো হয়ে উঠছে এক নতুন অভিজ্ঞতা। শুধু ধর্মীয় উৎসব নয়, এটি হয়ে উঠছে শিল্প, সৃজন আর প্রযুক্তির এক মেলবন্ধন। বলিউডের হাতের ছোঁয়ায় এবারের পুজোয় শিলিগুড়ি প্রস্তুত এক ‘রিয়েল-লাইফ সিনেমা’ দেখতে। যেখানে দর্শনার্থীরা হয়ে উঠবেন সেই সিনেমার অংশ।