আরও পড়ুনঃ পদ্মের শিকড় বিক্রি করেই হবে প্রচুর লাভ, পুজোর আগে অর্থ উপার্জনের নয়া দিশা
কালচিনি প্রগতি ফারমার্স ক্লাবের পক্ষ থেকে এই কর্মশালা আয়োজিত হয়। গোপালবাহাদুর বস্তি এলাকায় অধিকাংশ কৃষকের সুপরি বাগান রয়েছে।এই সুপরি বাগানে গোলমরিচ, ওল, লেবু, আদা, হলুদ একটি মাত্র জমিতে নানাবিধ চাষ কী করে করতে হবে? এই নিয়ে কৃষকদের শিবির চলছে গোপালবাহাদুর বস্তিতে। এই শিবিরে এলাকার প্রায় ২৮০ জন কৃষক অংশগ্রহণ করেছে। যদিও চাষ এখনও শুরু করেননি তাঁরা।
advertisement
কৃষি বিঞ্জানী ডাঃ রিজাল চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছেন এলাকার কৃষকদের। তিনি জানান, “এই চাষ বহুতল চাষ নামে পরিচিত। এক জমিতে দুটি চাষ করলে সব দিক দিয়ে উপকৃত হবেন চাষিরা। একটি জমিতে অনেক ফসল উৎপাদন হবে। এছাড়া সুপারি ও গোলমরিচে কী পোকা আক্রমণ করে এবং সেই পোকার উপদ্রব থেকে বাঁচতে কী কী করতে হবে তা কৃষকদের বলা হচ্ছে।” সুপরি, গোলমরিচ ফসলে একছিদ্র পোকার আক্রমণ হয়।এক্ষেত্রে গাছে আলকাতরা মেখে ছিদ্র আটকাতে হয়।তারপর ওষুধ প্রয়োগ করলে ফসল সংরক্ষিত হয়।
Annanya Dey