আলিপুরদুয়ার জেলায় লোচা দেবের বাগান মানেই নানা ধরনের আমের দেখা মেলে সেখানে। আগে আধ বিঘা জমির মধ্যে বাগান ছিল। এখন প্রায় এক বিঘা জমিতে আমের বাগান করেছেন লোচা দেব। সেখানেই আছে ৬৫ রকমের আম গাছ। তাঁকে সঙ্গ দেন তার পরিবারের সদস্যরা। শুধু কারাবাও নয়, ভেরিগেটেড ম্যাঙ্গো, রেড আইভরি থেকে হিমসাগর সকল প্রকার আম রয়েছে তার বাগানে। রয়েছে সিসিটিভি-র নজরদারি। সারাক্ষণ নজর রেখে চলেছে আটটি সিসিটিভি। বহুমূল্য জাপানের মিয়াজাকি আম পাবেন লোচা দেবের ফলের বাগানে। আলিপুরদুয়ারের পূর্ব ভোলারডাবরির বাসিন্দা। পেশায় রেলের কর্মী। কাজ করেন উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে। তাঁর বাগানেই ফলছে বিশ্বের সবথেকে মিষ্টি আম। যার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা প্রতি কেজি।
advertisement
লোচা দেব জানান, “আম আমার পছন্দের ফল। বাজার থেকে কিনে নয় বরং নিজের বাগানের আম খাব বলেই বাগান করা। পরিবারের সকলে খুব সঙ্গ দেন। ১০০টি দেশি বিদেশি আম বাগানে রাখব, সেই উদ্দেশ্যে কাজ করছি।”
অনন্যা দে