ডুয়ার্সের জঙ্গলে এলেই পর্যটকদের আকর্ষণ থাকে হাতি এবং জিপসি চড়ে জঙ্গল সাফারি। জানা গিয়েছে, গরুমারায় জঙ্গল সাফারির জন্য লাটাগুড়ি এলাকায় অবস্থিত বেসরকারি রিসর্টগুলিতেও চলছে আগাম বুকিং। বর্ষায় তিন মাসের জন্য জঙ্গল বন্ধ থাকার পর আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ফের গরুমারা জঙ্গল পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তার আগে হাতি সাফারির জন্য গরুমারায় আরও দুটি কুনকি হাতি নিয়ে এসেছে বন দফতর।
advertisement
আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় কেমন থাকবে জেলায় আবহাওয়া, সর্বশেষ পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
সম্প্রতি জলদাপাড়া থেকে দুটি কুনকি হাতিকে গরুমারায় নিয়ে আসা হয়। ফলে হাতির পিঠে চেপে জঙ্গল সাফারির জন্য হাতির সংখ্যা বাড়ল গরুমারা জাতীয় উদ্যানে। বন দফতর সূত্রে খবর, এখন গরুমারার পিলখানায় শাবক, মাঝ বয়সী এবং প্রাপ্ত বয়স্ক সব মিলিয়ে ২৬ কুনকি রয়েছে। নতুন দুটি কুনকি হাতি আসায় পর্যটকদের জঙ্গল সাফারির আসন সংখ্যা বেড়ে ২৮ হয়েছে। নতুন দুই কুনকি হাতিকে জঙ্গল পর্যটকদের জন্য খুলে গেলেই কাজে লাগানো হবে।
গরুমারা বন্যপ্রাণ ডিভিশনের এডিএফও জন্মেজয় পাল বলেন, “আরও দুটি কুনকি নিয়ে আসায় সাফারির সুবিধা হবে। হাতির পিঠে চেপে গভীর জঙ্গলে সাফারির পাশপাশি গরুমারা, চাপরামারি জঙ্গলের অন্যতম আকর্ষণ জিপসি গাড়ি চেপে গভীর জঙ্গলে ঘুরে হাতি, বাইসন, গণ্ডার দেখা। হাতে সময় কম, খুলছে জঙ্গল পর্যটকদের নিয়ে জঙ্গলে ছুটে বেড়ানো গাড়িগুলির পরিচর্চায় ব্যস্ত লাটাগুড়ির বিভিন্ন গ্যারাজগুলি। মোটর মেকানিক উত্তম রায় বলেন, ব্যস্ততা এখন তুঙ্গে। সকাল থেকেই জঙ্গল সাফারির জন্য গাড়িগুলির দোষ ত্রুটি খুঁজে দ্রুত মেরামত করছেন তিনি।
সুরজিৎ দে