সারাবছর জুড়েই রিভার রাফটিং, প্যারাগ্লাইডিং,জিপ লাইন, মাউন্টেন বাইকিং, ট্রেকিং সহ আরো বিভিন্ন অ্যাডভেঞ্চার এক্টিভিটিসের মজা নিতে পাহাড়ে ছুটে আসে অ্যাডভেঞ্চার প্রেমীরা। বর্তমানে আরামপ্রিয় ভ্রমণের পাশাপাশি এই অ্যাডভেঞ্চারাস ভ্রমণ করতে সকলেই বেশ পছন্দ করে। সে অর্থেই বাকি সব অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস এর থেকে একদম আলাদা ভিন্ন স্বাদের এই হট এয়ার বেলুন রাইডের কথা তো সবাই শুনেছেন।
advertisement
বর্তমানে ৮ থেকে ৮০ সকলেই এই অ্যাডভেঞ্চার রাইড বেশ পছন্দ করে। আকাশের অধিক উচ্চতায় পাখির চোখে পাহাড়ি গ্রাম সঙ্গে দেদার মজা। বর্তমানে কালিম্পংকে অ্যাডভেঞ্চার ট্যুরিজম হাব তৈরি করতে বড় উদ্যোগ নিয়েছে জিটিএ ট্যুরিজম দফতর। এই কালিম্পংয়েই লুকিয়ে রয়েছে বিভিন্ন অজানা গ্রাম তার মধ্যে রেলি অন্যতম। পাহাড়ি এই গ্রাম বরাবরই মন মুগ্ধ করে পর্যটকদের। সেই অর্থেই এবার এই হট এয়ার বেলুন ভ্রমণপিপাসুদের ভ্রমণে এক অন্য মাত্র এনে দেবে।
এ বিষয়ে এডভেঞ্চার ট্যুরিজমের ডিরেক্টর দাওয়া শেরপা বলেন বর্তমানে বিভিন্ন এডভেঞ্চার এক্টিভিটিসহ রিভারসাইড ক্যাম্পিংয়ের সেরা জায়গা হল এই রেলি এবং খুব সম্ভবত মার্চ মাসের ১ তারিখ থেকেই এই রেলি ভ্যালির আকাশে উঠবে হট এয়ার বেলুন। কালিম্পংকে পর্যটনের হাব তৈরি করতেই কালিম্পং জেলা প্রশাসন, পুলিশ এবং জিটিএ পর্যটন দফতরের এই উদ্যোগ।
হট এয়ার বেলুনের চেপে আকাশে ওড়ার স্বপ্ন এবার হাতের নাগালেই। হাতে মাত্র আর কয়েকদিন তারপরেই কালিম্পংয়ের আকাশে উড়বে হট এয়ার বেলুন। একঘেয়েমি এডভেঞ্চার এক্টিভিটিস থেকে দূরে সরে একটু ভিন্ন স্বাদের অ্যাডভেঞ্চারের মজা নিতে হলে এবার কালিম্পং হতে পারে আপনার সেরা ডিস্টিনেশন। পাখির মত পাহাড়ে উড়তে উড়তে পাখির চোখে পাহাড়িগ্রাম সঙ্গে দেদার অ্যাডভেঞ্চারের মজা।
Sujoy Ghosh