TRENDING:

Hot Air Balloon Ride: শুধু বড়দের জন্যেই নয়, এই বেলুন রাইডে সওয়ার হবে খুদেরাও, আকাশে উড়ে উড়ে হিমালয় দেখার দেদার মজা

Last Updated:

Adventure Sports: বেলুনে চেপে সোজা আকাশে,সেখান থেকেই মিলবে পাহাড় দর্শন! ছুটে যান কালিম্পংয়ের রেল্লি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালিম্পং: এবার আপনার ভ্রমণকে আরও বেশি দর্শনীয় এবং অ্যাডভেঞ্চার করে তুলবে হট এয়ার বেলুন রাইড। শুধু প্রাপ্তবয়স্করা নয়, শিশুরাও এই অ্যাডভেঞ্চার রাইডের মজা নিতে পারবে। আকাশে পাখির মতো উড়তে উড়তে হট এয়ার বেলুন থেকে সবুজ ঘেরা পাহাড়ের অপরূপ দৃশ্য দেখার মজাটাই আলাদা। তবে এবার এর জন্য আর দূরে যেতে হবে না ভ্রমণপ্রেমীদের সব থেকে পছন্দের জায়গা কালিম্পং এই শুরু হতে চলেছে এই হট এয়ার বেলুন রাইড।
advertisement

সারাবছর জুড়েই রিভার রাফটিং, প্যারাগ্লাইডিং,জিপ লাইন, মাউন্টেন বাইকিং, ট্রেকিং সহ আরো বিভিন্ন অ্যাডভেঞ্চার এক্টিভিটিসের মজা নিতে পাহাড়ে ছুটে আসে অ্যাডভেঞ্চার প্রেমীরা। বর্তমানে আরামপ্রিয় ভ্রমণের পাশাপাশি এই অ্যাডভেঞ্চারাস ভ্রমণ করতে সকলেই বেশ পছন্দ করে। সে অর্থেই বাকি সব অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস এর থেকে একদম আলাদা ভিন্ন স্বাদের এই হট এয়ার বেলুন রাইডের কথা তো সবাই শুনেছেন।

advertisement

আরও পড়ুন- Problem In Digha: দিঘা বেড়াতে যাচ্ছেন, রাস্তা বন্ধ ওল্ড দিঘার, সমস্যায় ব্যবসায়ী, হকার, হোটেল, কী হবে

বর্তমানে ৮ থেকে ৮০ সকলেই এই অ্যাডভেঞ্চার রাইড বেশ পছন্দ করে। আকাশের অধিক উচ্চতায় পাখির চোখে পাহাড়ি গ্রাম সঙ্গে দেদার মজা। বর্তমানে কালিম্পংকে অ্যাডভেঞ্চার ট্যুরিজম হাব তৈরি করতে বড় উদ্যোগ নিয়েছে জিটিএ ট্যুরিজম দফতর। এই কালিম্পংয়েই লুকিয়ে রয়েছে বিভিন্ন অজানা গ্রাম তার মধ্যে রেলি অন্যতম। পাহাড়ি এই গ্রাম বরাবরই মন মুগ্ধ করে পর্যটকদের। সেই অর্থেই এবার এই হট এয়ার বেলুন ভ্রমণপিপাসুদের ভ্রমণে এক অন্য মাত্র এনে দেবে।

advertisement

এ বিষয়ে এডভেঞ্চার ট্যুরিজমের ডিরেক্টর দাওয়া শেরপা বলেন বর্তমানে বিভিন্ন এডভেঞ্চার এক্টিভিটিসহ রিভারসাইড ক্যাম্পিংয়ের সেরা জায়গা হল এই রেলি এবং খুব সম্ভবত মার্চ মাসের ১ তারিখ থেকেই এই রেলি ভ্যালির আকাশে উঠবে হট এয়ার বেলুন। কালিম্পংকে পর্যটনের হাব তৈরি করতেই কালিম্পং জেলা প্রশাসন, পুলিশ এবং জিটিএ পর্যটন দফতরের এই উদ্যোগ।

advertisement

হট এয়ার বেলুনের চেপে আকাশে ওড়ার স্বপ্ন এবার হাতের নাগালেই। হাতে মাত্র আর কয়েকদিন তারপরেই কালিম্পংয়ের আকাশে উড়বে হট এয়ার বেলুন। একঘেয়েমি এডভেঞ্চার এক্টিভিটিস থেকে দূরে সরে একটু ভিন্ন স্বাদের অ্যাডভেঞ্চারের মজা নিতে হলে এবার কালিম্পং হতে পারে আপনার সেরা ডিস্টিনেশন। পাখির মত পাহাড়ে উড়তে উড়তে পাখির চোখে পাহাড়িগ্রাম সঙ্গে দেদার অ্যাডভেঞ্চারের মজা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

Sujoy Ghosh

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Hot Air Balloon Ride: শুধু বড়দের জন্যেই নয়, এই বেলুন রাইডে সওয়ার হবে খুদেরাও, আকাশে উড়ে উড়ে হিমালয় দেখার দেদার মজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল