তোর্সা ও হলং নদীর মাঝে রয়েছে বন্যপ্রাণীদের করিডর। এই পথ দিয়েই চলাচল করে প্রাণীরা। আর সেখানেই গতির বলি হতে হল পূর্ণবয়স্ক লেপার্ডকে। জানা যাচ্ছে, রাস্তা পার হবার সময় দ্রুত গতিতে আসা একটি গাড়ি লেপার্ডটিকে সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম হয় প্রাণীটি। দ্রুত স্থানীয়রা খবর দেন বনদফতরে। খবর পেয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যায়। চিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু সবরকম চেষ্টাই ব্যর্থ হয়।
advertisement
বনদফতরের কর্মীরা লেপার্ডটির মৃত্যু নিশ্চিত করেছে। তবে ঘাতক গাড়িটিকে এখন চিহ্নিত করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বনদফতর। জলদাপাড়া এডিএফও রবিকান্ত ঝাঁ জানান, তোর্সা ও হলং নদীর মাঝে দুর্ঘটনাটি ঘটেছে। লেপার্ডটির মৃত্যু হয়েছে।
আলিপুরদুয়ার নেচার ক্লাবের সম্পাদক ত্রিদিবেশ তালুকদার এই ঘটনার তীব্র নিন্দা করেন। প্রশাসন এবং বন কর্তৃপক্ষের কাছে তিনি দাবি জানান, ‘ওই অঞ্চলে যান চলাচল নিয়ন্ত্রণ করা হোক। এবং যানবাহনের গতি নির্দিষ্ট সীমা অবধি বাধা হোক। আর তা যদি না করা হয় আগামী দিনে বারবার এই ঘটনা দেখতে হবে আমাদের। তাতে পরিবেশ, অভয়ারণ্য এবং বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতি হবে’।