আরও পড়ুন: হাতি-বাইসনের তাণ্ডবে পেশা বদল, চাষ ছেড়ে ছেলেরা পরিযায়ী শ্রমিক
মূলত চোরাশিকার ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক বাড়িয়ে দেওয়া হয়েছে। শীতের শুরু থেকেই দেশ-বিদেশের বিভিন্ন পরিযায়ী পাখির দল ভিড় করতে শুরু করেছে আদিনা ডিয়ার ফরেস্টে। অতীতে দেখা গিয়েছে এই সময় মূল্যবান পরিযায়ী পাখিদের ধরতে চোরা শিকারিদের উৎপাত বেড়ে যায়। সেই দিকে লক্ষ্য রেখে এই প্রথম গোটা আদিনা ডিয়ার ফরেস্ট অন্তত ১০ টি সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে।
advertisement
এছাড়াও শীতের মরশুমে পর্যটকদের ভিড় বাড়ে আদিনা ডিয়ার ফরেস্টে। সেখানে থাকা হরিণ সহ অন্যান্য পশুদের যাতে পর্যটকরা বিরক্ত করতে না পারে তার জন্যও এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সিসিটিভি ক্যামেরাগুলির ফুটেজের উপর কন্ট্রোল রুমে বসে সর্ব সময় নজরদারি চালাবেন বনকর্তারা। মালদহ জেলা বন দফতরের ডিএফও জিজু জেসফার জি বলেন, চোরাশিকার বন্ধ করতে, পর্যটকদের নিরাপত্তা সহ গোটা ফরেস্ট চত্বরে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মালদহ জেলার গাজোল ব্লকে রয়েছে আদিনা ডিয়ার পার্ক। কয়েক একর জমির উপর রয়েছে বিশাল এই জঙ্গল। বর্তমানে এই ডিয়ার পার্কে ১০০ টি’রও বেশি হরিণ আছে। এছাড়াও খরগোশ সহ বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে এই ডিয়ার পার্কে। প্রতিবছর শীতের মরশুমে আদিনা ডিয়ার ফরেস্টে দেশ-বিদেশের অসংখ্য পরিযায়ী পাখির দল বাসা বাঁধে এবং প্রজনন ঘটায়। এছাড়াও আদিনা ডিয়ার ফরেস্টে কয়েক বিঘা জমির উপর রয়েছে একটি বিশাল বিল। সেখানেও বিভিন্ন প্রজাতির পাখিদের ভিড় হয়। এইসব পরিযায়ী পাখিদের ধরতেই তৎপর হয়ে ওঠে চোরা শিকারিদের দল। তাদের ঠেকাতেই এই সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো হয়েছে জঙ্গলের বিভিন্ন প্রান্তে।
হরষিত সিংহ