আরও পড়ুনঃ ব্রাশ করার সময় দাঁত থেকে রক্ত বের হচ্ছে? অবহেলা করবেন না, এই ‘বড়’ রোগের লক্ষণ হতে পারে
বক্সা বনাঞ্চলের দমনপুর এলাকায় ঘটনাটি ঘটে। আহত রেল কর্মীর নাম সন্দীপ চৌধুরী। তিনি ডিভাইস সিস্টেম টেকনোলজিতে কাজ করতেন বলে জানা যায়।এই বিষয়ে উল্লেখ্য এদিন রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব আলিপুরদুয়ার জংশনে কাজ পরিদর্শনে আসেন । পরিদর্শন চলা কালীন এই ঘটনা ঘটে।রেলের এই এই প্রযুক্তি ঠিকঠাক ভাবে কাজ করবে কিনা তা দেখার জন্য নিয়ে আসা হয়েছিল কুনকি হাতি জোনাকি ও মমতাকে।
advertisement
ট্রেনের আওয়াজ শুনে হঠাৎই ক্ষেপে উঠে দুই কুনকি হাতির মধ্যে একটি।রেল কর্মী সন্দীপ চৌধুরী হটাৎ করেই সিগন্যাল দেখতে দেখতে হাতির সামনে চলে আসেন। এরপর এই হাতিটি হামলা চালায় তার ওপর।হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই কর্মীর মৃত্যু হয় বলে জানা যায়।
আরও পড়ুনঃ ডায়াবেটিস রোগীরা ভুলেও মুখে দেবেন না এই ৩ সবজি! ব্লাড সুগার বেড়ে ঝাঝরা হবে শরীর!
এই বিষয়ে জি এম চেতন কুমার শ্রীবাস্তব জানান, “দুঃখজনক ঘটনা, ভাষায় প্রকাশ করা যায় না। ঘটনাস্থলে আমিও ছিলাম। রেলের এই কাজটি ১২০ কোটি টাকা ব্যায়ে হচ্ছে। প্রায় শেষের দিকে কাজ, দেখতে এসেছিলাম। এখন বন্যপ্রাণীর মতিভ্রম কখন হয় তা তো বলা মুশকিল।আমরা রেলকর্মীর পরিবারের পাশে আছি।”
Annanya Dey