TRENDING:

Academy Awards:অস্কারে মনোনীত 'ইতি মা' গানের সঙ্গে জড়িত উত্তরের ছেলে পাবেল-ও,চিনে নিন তাঁকে

Last Updated:

'পুতুল' সিনেমার 'ইতি মা' গানটি অস্কারে মনোনীত হয়েছে। গানের গায়িকা ইমন চক্রবর্তী  প্রশংসায় ভাসছেন। অনেকেরই জানা নেই, এই কৃতিত্বের সঙ্গে উত্তরবঙ্গের এক তরুণও জড়িয়ে। ফালাকাটার পাবেল দাস এই গানে সিনেম্যাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: ‘পুতুল’ সিনেমার ‘ইতি মা’ গানটি অস্কারে মনোনীত হয়েছে। গানের গায়িকা ইমন চক্রবর্তী  প্রশংসায় ভাসছেন। অনেকেরই জানা নেই, এই কৃতিত্বের সঙ্গে উত্তরবঙ্গের এক তরুণও জড়িয়ে। ফালাকাটার পাবেল দাস এই গানে সিনেম্যাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন।
advertisement

ফালাকাটা শহরের ৩ নম্বর ওয়ার্ডের দুই মাইল এলাকার বাসিন্দা পাবেল দাস। নিম্নমধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন পাবেল। বাবা সুকুমার দাসের ছোট ব্যবসা। মা কয়েক বছর আগে মারা গিয়েছেন।  ফালাকাটা হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। শহরের ‘নবাঙ্কুর’ নামে একটি সাংস্কৃতিক সংস্থার সঙ্গে জড়িত হয়ে নাটকে অভিনয় শুরু করেন । পাশাপাশি চলছিল ক্যামেরায় ছবি তোলা। নতুন কিছু করার টানে  কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন। কিছুদিনের মধ্যে ওই কলেজ ছেড়ে অন্যত্র ভর্তি হয়ে নাটকে ডিগ্রি নেওয়া। নাটক নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিচারফিল্মে কাজ চলছিল। সৌরিশ দে’র পরিচালনায় ‘ফুরুৎ’ সিনেমায় সিনেমাটোগ্রাফার হিসেবে প্রথম কাজ করা।  ‘আটপৌড়ে’, ‘সেলাই বাদল’–এ সিনেমাটোগ্রাফার হিসেবে কাজের সুবাদে পাবেলের সুনাম ছড়াতে শুরু করে। বিশিষ্ট সিনেমাটোগ্রাফার প্রমিত দাসের মাধ্যমে ‘পুতুল’ সিনেমায় কাজের সুযোগ পান পাবেল। সেই সুযোগেই ইতিহাসের সৃষ্টি।

advertisement

পাবেল দাস জানান, “এই কাজের সঙ্গে জড়িত থেকে নিজেকে ভাগ্যবান মনে করি। এই গানটি তৈরি এবং তার দৃশ্যায়নের সঙ্গে আমরা অনেকেই জড়িত। সকলের ভালবাসা, আশীর্বাদ নিয়ে আগামীতেও ভাল কাজ করতে চাই।”

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Academy Awards:অস্কারে মনোনীত 'ইতি মা' গানের সঙ্গে জড়িত উত্তরের ছেলে পাবেল-ও,চিনে নিন তাঁকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল