শাস্ত্রীয় নৃত্য থেকে ব্রেকিং বা হিপহপ, সবেতেই সমান সাবলীল সুকৃতি। ছোট্ট ঘরে ঠাসাঠাসি করে চলা প্র্যাকটিস, বারবার আঘাত লাগা, তাও হার মানেনি সে। সুকৃতির এই সাফল্যের পিছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, মা-বাবার সমর্থন ও শিক্ষকদের নিষ্ঠা। বাবা সন্তু পাল একজন স্কুলশিক্ষক। পরিবারের সীমিত সামর্থ্যর মধ্যেও মেয়ের প্রতিভাকে আটকে দেননি তারা। বরং পাশে থেকে সাহস জুগিয়েছেন প্রতিদিন। সুকৃতির বাবা বলেন, “ও ছোট থেকেই খুব একাগ্র। স্বপ্ন দেখে আর পরিশ্রম করে। এই সাফল্য ওর প্রাপ্য।”
advertisement
শাস্ত্রীয় নৃত্য শেখেন অশিক সরকার-এর কাছে, ব্রেকিং শেখেন কৌশিক চৌধুরী-র কাছ থেকে, হিপহপ শেখেন আমান পরোয়ানা-র কাছে। শুধু একটি প্রতিযোগিতা নয়, এই যাত্রা সুকৃতির জীবনের প্রথম বড় অধ্যায়। কলকাতায় একটি বেসরকারি চ্যানেলের প্রতিযোগিতায় সেরা বাছাই হওয়ার পর, তার নৃত্যগাথা পৌঁছে যায় মায়ানগরীর আলোঝলমলে মঞ্চে।