এই ঘটনায় শোকের ছায়া জয়গাঁ এলাকায়। এশিয়ান হাইওয়েতে ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে জয়গাঁ দাঁড়াগাও এলাকার বাসিন্দা রাজেশ বর্মন স্কুটি করে জয়গাঁ থেকে হাসিমারার দিকে যাচ্ছিলেন, সেই সময় এলাকার এশিয়ান হাইওয়েতে আচমকা এক বড় গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ হয়। স্থানীয়দের তরফে জানা যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
advertisement
এর পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে কালচিনি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সকল বাইক ও স্কুটি চালককে রাস্তায় হেলমেট পরার অনুরোধ জানিয়েছে পুলিশ।
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 16, 2024 1:14 PM IST