ঘটনাটি ঘটেছে মাদারিহাটের ধুমচি রাভা বস্তি এলাকায়। জানা যায় এলাকার বাসিন্দা ভবেন রাভা এদিন মাছ ধরতে ময়নাঝোরা নদীতে যায়। সেখানে বুনো হাতি তার উপর আক্রমণ চালায়। এই ঘটনায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে মাদারিহাট পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়।
আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, মানুষের সবচেয়ে বড় শত্রু কোন প্রাণী? প্রতি বছর কেড়ে নেয় লক্ষ লক্ষ প্রাণ
advertisement
প্রসঙ্গত, ময়নাঝোরা নদী এলাকায় ইদানিং বেড়েছে বুনো হাতির আনাগোনা। এদিন ভোরে ভবেন রাভা বেরিয়েছিলেন বাড়ি থেকে। বেলা গড়িয়ে গেলেও তিনি না ফিরলে খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। তারপরেই দেখা যায় তার মৃতদেহ। দেহের পাশ থেকে মিলেছে হাতির পায়ের ছাপ। বিষয়টি বন দফতরে জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
Annanya Dey
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 01, 2024 8:44 PM IST