TRENDING:

Bangla News: মুহূর্তে শেষ করে দিল সব! আচমকা লোকালয়ে ঢুকে ভয়ঙ্কর তাণ্ডব, তারপরই শুরু হল...

Last Updated:

Bangla News: এদিন কোচবিহারের শুকটাবাড়ির মোয়ামারি ভুল্লার বাজার সংলগ্ন লোকালয়ে এক বাইসন প্রবেশ করে। মুহুর্তে বাইসনটি এলাকার বহু চাষের ক্ষেত নষ্ট করতে শুরু করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বারবার লোকালয়ে বন্য জন্তুর হানা। রীতিমতো আতঙ্কে জেলার বাসিন্দারা। এদিন কোচবিহারের শুকটাবাড়ির মোয়ামারি ভুল্লার বাজার সংলগ্ন লোকালয়ে এক বাইসন প্রবেশ করে। মুহুর্তে বাইসনটি এলাকার বহু চাষের ক্ষেত নষ্ট করতে শুরু করে।  কিছুদিন আগেও এই এলাকায় এক বাইসনের দাপটে আক্রান্ত হয়েছিলেন দু’জন ব্যক্তি। এবার আবার বাইসনের আক্রমণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
বাইসন (ছবি সৌজন্য - ইন্টারনেট)
বাইসন (ছবি সৌজন্য - ইন্টারনেট)
advertisement

স্থানীয় সূত্র জানা গিয়েছে, “এদিন সকাল নাগাদ এলাকায় একটি বাইসন প্রবেশ করে। বাইসনের দাপাদাপিতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষের। মুহূর্তে এলাকার বেশ কিছু ভুট্টা ক্ষেত তছনছ করে দেয় বাইসনটি। বাইসনের হামলায় আক্রান্ত হন স্থানীয় এক ব্যক্তি আবু বক্কর সিদ্দিক। বাইসনের আক্রমনে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এই ব্যক্তি। এই ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা ছুটে আসেন এলাকায়। বাইসনটিকে বাগে আনতে দেওয়া হয় ঘুম পাড়ানি গুলি। তারপর বাইসনটিকে বাগে আনা সম্ভব হয়।”

advertisement

আরও পড়ুন-বিরাট ভোলবদল…! ভয়ঙ্কর খেল দেখাবে আবহাওয়া, ঝড়-বৃষ্টিতে ভাসবে এই জেলা, ঘনঘন ব্রজপাত, ক’দিন চলবে তাণ্ডব?

বন্যপ্রাণ উদ্ধারকারী অর্ধেন্দু বণিক জানান, “এই সময় বাইসন জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে খাবারের খোঁজে। তবে বন্য জন্তু দেখতে লোকালয়ের মানুষেরা ভিড় করার কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।” বন দফতর সূত্র জানতে পারা গিয়েছে, “বাইসনটি নিকটবর্তী পাতলাখাওয়া জঙ্গল এলাকা থেকে আসতে পারে। ইতিমধ্যেই বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি করে নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর বাইসনটিকে আবারও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।”

advertisement

আরও পড়ুন-আগামী ৭০ দিন…! বুধের বিরাট চালে কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! গোল্ডেন টাইমে টাকার গদিতে ৪ রাশি, লাগবে লটারি, সোনায় মুড়বে কপাল

তবে লোকালয়ে একের পর এক বন্য জন্তুর আগমনে আতঙ্কিত হয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। বন দফতরের পক্ষ থেকেও স্থানীয়দের সতর্ক করা হচ্ছে বন্য জন্তুর কাছে না যেতে। এছাড়া লোকালয়ে বন্য জন্তুর আগমন রুখতে কড়া নজরদারি করা হচ্ছে বন দফতরের পক্ষ থেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: মুহূর্তে শেষ করে দিল সব! আচমকা লোকালয়ে ঢুকে ভয়ঙ্কর তাণ্ডব, তারপরই শুরু হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল