কীভাবে একজন পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিধবা ভাতার টাকা ঢুকছে, তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ এই ঘটনা এবার প্রথম নয়। এর আগেও মাথাভাঙায় এক পুরুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন আচমকাই।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, মাথাভাঙা কালীবাড়ি সংলগ্ন এলাকার যুবকের নাম চিরঞ্জিত বল। তিনি পেশাগত ভাবে একজন টোটো চালক। তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্টে বিগত কয়েকমাস ধরে এক হাজার টাকা করে ঢুকেই চলেছে। সম্প্রতি, পাস বই আপডেট করতে গেলে বিষয়টি নজরে আসে তাঁর।
advertisement
চিরঞ্জিত বল নামে ওই যুবকের কথায়, তাঁর অ্যাকাউন্টে দীর্ঘ প্রায় বেশ কয়েক মাস যাবত এক হাজার টাকা করে ঢুকছিল। তবে এবার তিনি যখন ব্যাঙ্কের বই আপডেট করতে যান, তখন টাকার অঙ্ক দেখে তাঁর সন্দেহ হয়। তখন তিনি জানতে পারেন তাঁর অ্যাকাউন্টে অন্য কারও বিধবা ভাতার টাকা ঢুকছে দীর্ঘ সময় ধরে।
আরও পড়ুন: আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে ব্ল্যাকমেল স্বামীর! রায়গঞ্জে থানায় এসে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর
এই ভাতার টাকা কী করে তাঁর অ্যাকাউন্টে ঢুকছে সেটা তিনি জানেন না বলেই দাবি ওই যুবকের। তবে তিনি চান যাতে আর এই টাকা তাঁর অ্যাকাউন্টে না ঢোকে। প্রশাসন যাতে দ্রুত ব্যববস্থা নেয়, সেই দাবি জানিয়েছেন তিনি। এ ছাড়া যে টাকা ঢুকেছে তা তিনি ফেরত দিতে রাজি। অন্য কারও বিধবা ভাতার টাকা তিনি তাঁর কাছে রাখতে নারাজ।
এই বিষয়ে পচাগড় গ্রাম পঞ্চায়েতের সদস্য কল্যাণী রায় জানান, এই বিষয়টি ওই ব্যক্তি জানিয়েছেন পঞ্চায়েত অফিসে। একজন পুরুষ হয়ে কীভাবে এই বিধবা ভাতার টাকা তিনি পান সেটা তিনিও বুঝতে পারছেন না। তবে যাতে এই বিষয়টির দ্রুত সুরাহা করা যায় সেই বিষয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলবেন। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বস্ত করেছেন ওই পঞ্চায়েত সদস্য৷
Sarthak Pandit