আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে ব্ল্যাকমেল স্বামীর! রায়গঞ্জে থানায় এসে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বছর খানেক আগে ওই গৃহবধূর বিয়ে হয়। তাঁর স্বামীর অন্য মেয়েদের সঙ্গে সম্পর্কের প্রতিবাদ করায় স্বামী তাকে শারীরিক, মানসিক নির্যাতন শুরু করে বলে অভিযোগ।
মুক্তার সরকার, রায়গঞ্জ : ব্যক্তিগত মুহূর্তের ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করে ব্ল্যাকমেইল করছে স্বামী৷ এই অভিযোগ তুলে সাইবার ক্রাইম থানা চত্বরে আত্মহত্যার চেষ্টা করলেন এক গৃহবধু। তাঁর অভিযোগ, সাত মাস আগে রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়েরের পরও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ৷ তাই বাধ্য হয়েই হাতের শিরা কেটে থানার সামনেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি৷
শুক্রবার রাতে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুরের কর্ণজোড়ায়৷ অভিযোগকারিণী ওই গৃহবধুর বাড়ি উত্তর দিনাজপুরের ডালখোলা লাগোয়া বিহারে। অভিযুক্ত স্বামীর বাড়ি করণদিঘি থানা এলাকায়।
advertisement
advertisement
অভিযোগ, বছর খানেক আগে ওই গৃহবধূর বিয়ে হয়। তাঁর স্বামীর অন্য মেয়েদের সঙ্গে সম্পর্কের প্রতিবাদ করায় স্বামী তাকে শারীরিক, মানসিক নির্যাতন শুরু করে বলে অভিযোগ। তার পরেও স্ত্রী প্রতিবাদ করা বন্ধ না করায় তাঁর আপত্তিকর ছবি তার স্বামী সামাজিক মাধ্যমে ভাইরাল করে বলে অভিযোগ।
এর পরেই রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা৷ কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ করে শুক্রবার রাতে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি৷
advertisement
ওই গৃহবধূক মায়ের দাবি, শুক্রবারই অভিযুক্ত স্বামী ও তার আইনজীবীর সঙ্গে বসে আলোচনায় বসার জন্য তাঁকে ও তাঁর মেয়েকে থানায় ডেকেছিল পুলিশ৷ কিন্তু সেখানেও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়৷ এক প্রকার নিরুপায় হয়েই ওই গৃহবধু নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ৷
এ দিকে এই খবর চাউড় হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় পুলিশ প্রশাসনের অন্দরে। খবর পেয়ে রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক ও অতিরিক্ত পুলিশ সুপার সহ উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় হাজির হন। ওই গৃহবধুর সঙ্গে কথা বলার পর রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2023 10:58 AM IST