রামমন্দির থিমে আগে পুজোর মণ্ডপ দেখেছেন, তৈরি হয়েছে নেকলেস। তবে এবার রামমন্দিরের আদলে কেক তৈরি করে সকলকে অবাক করে দিয়েছেন প্রিয়াঙ্কা । এই রাম মন্দিরের কেক দেখতে রীতিমতো ভিড় পড়ে যাচ্ছে তাঁর বাড়িতে। কেকটা দেখলে মনে হবে যেন অযোধ্যার রাম মন্দিরের মিনি সংস্করণ । প্রিয়াঙ্কার তৈরি রাম মন্দিরের প্রতিটি কোণায় রয়েছে বিশেষত্বের ছোঁয়া।
advertisement
তাঁর এই তিন পাউন্ড কেকের উচ্চতা ১০ ইঞ্চি, চওড়ায় ১৪ ইঞ্চি। তাঁর হাতে তৈরি ২.৫ কেজি ওজনের রাম মন্দিরের নিখুঁত কাজ সত্যি আসাধারণ। নিচ দিকটা কেক, আর উপরটা ফন্ডেন্ট দিয়ে তৈরি । পুরো কেকটাই খাওয়া যাবে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা ।
প্রিয়াঙ্কা বলেন , “আগামী ২২ শে জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন হবে। আমি বরাবরই নতুন কিছু তৈরি করতে চাই। এখন বেশির ভাগ লোক থিম কেক পছন্দ করেন। রাম মন্দিরের সঙ্গে গোটা ভারতবাসীর আবেগ জড়িয়ে রয়েছে। তাই রামমন্দিরের আদলে কেক বানিয়ে ফেললাম । তিনি আরও বলেন, “দু’দিন সময় লেগেছে কেকটা বানাতে। নিখুঁত কাজের পুরো গঠনটা বানাতে বেশ ভালই সময় লাগে। আমি এর আগেও অবতার থিমের ওপর কাজ করেছি।” আগামী দিনে অন্য কিছু ভাবনা এলে সেটা চেষ্টা করব বলে জানালেন প্রিয়াঙ্কা।
অনির্বাণ রায়