মৃতের পরিবার সূত্রে খবর, মাস ছয়েক আগে দক্ষিণ দিনাজপুরের বাউল এলাকায় বিয়ে হয় ওই ব্যক্তির। এদিন মোটরবাইকে চেপে ইটাহার থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় ফুলবাড়ী বি.এড কলেজের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কে চলছিল পুলিশি নাকা চেকিং।
advertisement
স্থানীয় সূত্রে জানা গেছে, নাকা চেকিং পার হতে গিয়ে পুলিশের ব্যারিকেটে ধাক্কা লাগে মোটরবাইকের। সেইসময় অপরদিক থেকে আসা মালদাগামী সরকারি বাস ধাক্কা মারে মোটরবাইকটিকে। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ তুলে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীদের। সেই সঙ্গে পুলিশের একটি মোটরবাইকও ভাঙচুর করা হয় বলে সূত্রের খবর। দীর্ঘক্ষণ পর পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ ঘাতক বাস ও মোটরবাইক উদ্ধার করার পাশাপাশি মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
সুস্মিতা গোস্বামী






