এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের রতুয়া থানার বিজলি গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রতুয়া থানার পুলিশ। জানা গিয়েছে ওই গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান দুই দাগে আট শতক করে মোট ১৬ শতক জায়গা কিনেন। জমি কেনার পর একটি দাগের জমি দখল পেয়ে যান।দ্বিতীয় দাগের জমি দখল দিচ্ছিল না অভিযুক্ত মুখলেসুর রহমান। শনিবার সেই জমির দখল নিতে গেলে অভিযুক্ত মুখলেসুর রহমান সাদিকুল শেখ শফিক শেখের নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন লাঠি হাসুয়া নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।
advertisement
হামলায় আবু তাহের, মজিবুর রহমানকে মারধোর করে। তাদের বাঁচাতে ছুটে আসে পরিবারের লোকেরা। অভিযুক্ত দুষ্কৃতিরা তাদেরকেও মারধোর করে বলে অভিযোগ। দুই মহিলা সহ মোট সহ মোট ছয় জন আহত হয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রতুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে তিনজনের অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকেরা তাদেরকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ঘটনার তদন্ত শুরু করেছে ২ রতুয়া থানার পুলিস।
Harashit Singha