পরে জানা যায় দুর্গাপূজা থেকে কালী পুজোর সময় বিভিন্ন বাজারে হানা দিয়ে যে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছিল সেগুলি এদিন নিষ্ক্রীয় করা হয়। ইংরেজবাজার থানার পুলিশ উদ্ধার করেছিল প্রচুর নিষিদ্ধ শব্দ বাজি। মোট নয়টি মামলা করা হয়েছিল।প্রায় ৪৯ কেজি নিষিদ্ধ শব্দ বাজি বাজেয়াপ্ত করা হয়েছিল। আদালতের নির্দেশে পেয়ে পুলিশ এদিন শব্দবাজিগুলি নিষ্ক্রীয় করে। মালদহ সিআইডির বোম স্কোয়াডের সদস্যরা এদিন শব্দবাজি নিষ্ক্রিয় করে।
advertisement
এদিন নদীর তীরে শব্দবাজিগুলি নিষ্ক্রীয় করার সময় কড়া নিরাপত্তা ব্যবস্থায় মোড়া হয়েছিল। উপস্থিত ছিল দমকল, পুলিশ থেকে সিআইডির বোম স্কোয়াড টিম।মহানন্দা নদীর সদরঘাট এলাকা ঘিরে ফেলে পুলিশ সিআইডি ও দমকল। নদীর তীরে ফাঁকা জায়গায় প্রথমে মাটি খুঁড়ে গর্ত করা হয়। তারপর সেখানে প্রচুর পরিমাণে বোমা জমা করা হয়। তারপর সেগুলি সরকারি নিয়ম মেনে নিষ্ক্রীয় করা হয়।
Harashit Singha