আরও পড়ুন: প্রশ্ন ফাঁস ঠেকাতে ‘কোড’ চালু ২৪-এর মাধ্যমিকে
এই বছর এনসিসি-এর ৭৫ তম বছর উদযাপিত হচ্ছে। সেই উপলক্ষে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। তারই অঙ্গ স্বরূপ প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে একটি জাতীয় পর্যায়ের মহিলা সাইকেল অভিযানের আয়োজন করা হচ্ছে জাতীয় সমর শিক্ষা বাহিনী মহানির্দেশকের দ্বারা। এই সাইকেল অভিযানের উদ্দেশ্য ‘নারী শক্তি’ বা ‘নারীর ক্ষমতা প্রদর্শন’ করা।
advertisement
চারবারের ‘আয়রন ম্যান ফিনিশার’ তথা ‘কমরেডস আল্ট্রা ম্যারাথনার’ কর্নেল অঞ্জন সেনগুপ্তের নেতৃত্বে জাতীয় সমর শিক্ষা বাহিনী, উত্তরপ্রদেশ নির্দেশালয়ের ১৪ জন মহিলা ক্যাডেটের সমন্বয়ে সর্বমোট ১৫ জন সাইকেল অভিযাত্রীদের দলটি গুয়াহাটি থেকে নয়াদিল্লি পর্যন্ত সাইকেলে পাড়ি দেবে। গত ২২ ডিসেম্বর, ২০২৩ তারিখে অসমের রাজ্যপাল শ্রী গুলাবচাঁদ কাটারিয়া গুয়াহাটির রাজভবন থেকে এই যাত্রার ফ্ল্যাগড অফ করেন। সাইকেল অভিযাত্রীরা তাদের শেষ গন্তব্য অর্থাৎ নয়াদিল্লিতে পৌঁছনোর আগে দেশের চারটি রাজ্য অসম, পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশের মধ্য দিয়ে যাবেন। সাইকেল অভিযাত্রী দলটি প্রতিদিন গড়ে প্রায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে। ২৩ দিনে তারা মোট ২১০৭ কিমি দূরত্ব পাড়ি দিয়ে নয়াদিল্লিতে পৌঁছবেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সাইকেল অভিযাত্রী এই মহিলা দলটি ইতিমধ্যেই অসমে ৩০০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়েছেন এবং তাঁরা কোচবিহার থেকে ১১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জলপাইগুড়িতে পৌঁচেছেন। জাতীয় সমর শিক্ষা বাহিনীর দার্জিলিং ও সিকিম গ্রুপের সমন্বয়ে বাংলার মধ্য দিয়ে সাইকেল অভিযাত্রীদের এই মহিলা দলটি এগিয়ে নিয়ে যাবেন তাঁদের গন্তব্যের পথে। সাইকেল অভিযাত্রীরা রাস্তাঘাটে গ্রামবাসী, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং এনসিসি ক্যাডেটদের সঙ্গে মত বিনিময় করবেন।
সুরজিৎ দে