Bankura News: প্রশ্ন ফাঁস ঠেকাতে 'কোড' চালু ২৪-এর মাধ্যমিকে

Last Updated:

বাঁকুড়া জেলার মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বৈঠকে প্রশ্নপত্রে কোড নম্বর দেওয়ার বিষয়টি ব্যাখ্যা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়

বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে পর্ষদের সভাপতি 
বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে পর্ষদের সভাপতি 
বাঁকুড়া: মাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে কড়া পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের। ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষার প্রতিটি প্রশ্নপত্রে আলাদা আলাদা কোড নম্বর বসানো সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। যাতে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাচার করলে কোড নম্বর দেখে সহজেই ধরে ফেলা যায় কে এই কাজ করেছে। এই নিয়ে প্রতিটি জেলার সঙ্গে বৈঠক করে বিষয়টি ব্যাখ্যা করেছেন পর্ষদের আধিকারিকরা।
বাঁকুড়া জেলার মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বৈঠকে প্রশ্নপত্রে কোড নম্বর দেওয়ার বিষয়টি ব্যাখ্যা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে এবারের মাধ্যমিক পরীক্ষায় আর কী কী নতুন পদক্ষেপ করা হচ্ছে সেগুলিও জানান পর্ষদ সভাপতি। এই প্রতিবেদন থেকে পরীক্ষার্থীদের অভিভাবকরা সেগুলো জেনে নিন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
২০২৪-এর মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে জেলায় জেলায় বিশেষ বৈঠকের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তারই অঙ্গ হিসেবে এদিন বাঁকুড়া শহরের বঙ্গ বিদ্যালয়ের সভাকক্ষে বৈঠক সারলেন মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা। এবার বেশ কিছু নতুন বিধি লাগু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থায়। সেই সম্পর্কে আলোকপাত এবং মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আর কী কী উপায় গ্রহণ করা যেতে পারে তার উপরও আলোচনা হয়। ব‌ইঠকে পর্ষদ সভাপতি জানান, গত বছরের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষা স্বাভাবিক ছন্দে ফিরছে। ভালো সংখ্যায় পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে৷ এবার পরীক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। বাঁকুড়া জেলায় এবার মোট ১১৭ টি পরীক্ষা কেন্দ্র হবে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: প্রশ্ন ফাঁস ঠেকাতে 'কোড' চালু ২৪-এর মাধ্যমিকে
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement