TRENDING:

Alipurduar News: ভুটানগেটের সামনে সাজ সাজ রব! বসছে বিশাল ভারতের জাতীয় পতাকা

Last Updated:

জয়গাঁ শহরের অন্যতম আকর্ষণ কেন্দ্র ভুটান গেট। তবে এবারে আরও একটি আকর্ষণীয় কেন্দ্র যোগ হতে চলেছে জয়গাঁ শহরের সঙ্গে। এসএসবি চৌকির সামনে ১৩৯ ফুট লম্বা ভারতের জাতীয় পতাকা বসতে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনন্যা দে, আলিপুরদুয়ার: জয়গাঁ শহরের অন্যতম আকর্ষণ কেন্দ্র ভুটান গেট। তবে এবারে আরও একটি আকর্ষণীয় কেন্দ্র যোগ হতে চলেছে জয়গাঁ শহরের সঙ্গে। এসএসবি চৌকির সামনে ১৩৯ ফুট লম্বা ভারতের জাতীয় পতাকা বসতে চলেছে। ভুটান গেটের সামনে এই জাতীয় পতাকা বসার পর স্থানটি আরও আকর্ষণীয় হবে বলে দাবি জয়গাঁ দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জু খাতুনের। এই সৌন্দর্যায়নের কাজটি জয়গাঁ ২ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে হবে। টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। জানা গিয়েছে সাড়ে ১০ লক্ষ টাকা ব্যয়ে এই কাজটি হবে। জয়গাঁ শহরে  ভুটান গেটের সামনে এসে ফটো তোলেন না এমন মানুষ খুব কম পাওয়া যায়। ফটো তোলার আগে প্রাচীন এই গেটটিকে দূর থেকে দেখতেই ব্যস্ত হয়ে পড়েন পর্যটকরা। এবারে এই গেটের সামনে জাতীয় পতাকা বসলে সৌন্দর্য আরও দ্বিগুণ হবে।
advertisement

আরও পড়ুন: কিছুক্ষণেই তুমুল ঝড়বৃষ্টিতে তোলপাড়, কোন কোন জেলায় ধেয়ে আসছে দুর্যোগ? আবহাওয়ার বড় খবর

সেরা ভিডিও

আরও দেখুন
রান্নার প্যাশনকে কাজে লাগিয়ে বের করলেন দুর্দান্ত বিজনেস আইডিয়া, করছেন অঢেল লাভ
আরও দেখুন

আরও পর্যটক জয়গাঁতে বেড়াতে আসবেন বলে দাবি প্রধানের। জয়গাঁ ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জু খাতুনের কাছ থেকে জানা গিয়েছে, জয়গাঁ এলাকার উন্নতি সাধনের কাজ চলছে। জয়গাঁ শহর ঝাঁ চকচকে রাখা হচ্ছে। জয়গাঁর পর্যটন বিকশিত করা অন্যতম দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের বলে মনে করেন তিনি। পর্যটনের প্রসারের জন্য নানান পরিকল্পনা নেওয়া হচ্ছে।ভুটান গেটের সামনে জাতীয় পতাকা বসবে, এটি একটি পরিকল্পনার বাস্তবায়ন হবে। জয়গাঁ ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জু খাতুন জানান, “এই কাজটি আমরা দ্রুত শেষ করতে চাইছি। ১৫ দিনের মধ্যে কাজ শুরু হলে ২-৩ মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আমরা আরও কাজ করব পর্যটন নিয়ে।”

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: ভুটানগেটের সামনে সাজ সাজ রব! বসছে বিশাল ভারতের জাতীয় পতাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল