TRENDING:

Malda News: দুলাল সরকার খুনের ১২ দিনের মাথায় ফের মালদহে তৃণমূল নেতাকে লক্ষ্য করে শুট আউট

Last Updated:

Malda News: এলাকায় নতুন রাস্তা ও ড্রেন তৈরি হবে গ্রামে। সেই কাজের শিলান্যাস করতে গিয়েছিলেন অঞ্চল তৃণমূলের সভাপতি, সঙ্গে ছিলেন কর্মী সমর্থকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: এলাকায় নতুন রাস্তা ও ড্রেন তৈরি হবে গ্রামে। সেই কাজের শিলান্যাস করতে গিয়েছিলেন অঞ্চল তৃণমূলের সভাপতি, সঙ্গে ছিলেন কর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে অপর এক তৃণমূল গোষ্ঠীর সঙ্গে বিবাদ শুরু হয় অঞ্চল সভাপতি ও তার কর্মী সমর্থকদের মধ্যে। সেই সময় দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে বলে অভিযোগ। পরপর গুলি ছুঁড়তে থাকায় গুলিবিদ্ধ হন অঞ্চল সভাপতি-সহ তিনজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন
advertisement

আরও পড়ুন: টাকার দামে এখনও ভারতের থেকে অনেক পিছিয়ে পাকিস্তান! জানেন ভারতের ১০০ টাকা মানে পাকিস্তানের কত?

দুষ্কৃতীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলের মৃত্যু হয় একজনের। বাকি দুইজনকে তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। মঙ্গলবার সকালে মালদহের কালিয়াচক থানার নওদা যদুপুর পঞ্চায়েতের নয়াবস্তি মমিন পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। এর আগে ১২ দিন আগে মালদহে শুট আউটের ঘটনা ঘটে। ঘটনায় মৃত্যু হয় তৃণমূলের কাউন্সিলর দুলাল সরকারের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার মালদহে শুট আউটের ঘটনা। এবার ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে।

advertisement

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নওদা যদপুর পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ। হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।ঘটনায় আহত আরও এক তৃণমূল কর্মী এসারুদ্দিন শেখ। স্থানীয় বাসিন্দা, মহাম্মদ জুদ্দিন শেখ বলেন, “রাস্তার কাজের শিলান্যাস হওয়ার কথা ছিল। সেই সময় বিবাদ বাধে শুনলাম। ঘটনাস্থলে গুলি চলেছে। একজন মারা গিয়েছে দুইজনকে জখম অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তৃণমূলের অঞ্চল সভাপতি ঘটনায় জখম হয়েছেন”।

advertisement

View More

আরও পড়ুন: জানেন বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি কোথায় আছে? আমাদের একদম কাছেই, মজুত ৭ লক্ষ কোটি টাকার সোনা

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দুজনে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনার পর থেকেই থমথমে এলাকা, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে মৃতদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: দুলাল সরকার খুনের ১২ দিনের মাথায় ফের মালদহে তৃণমূল নেতাকে লক্ষ্য করে শুট আউট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল