World's largest gold reserve: জানেন বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি কোথায় আছে? আমাদের একদম কাছেই, মজুত ৭ লক্ষ কোটি টাকার সোনা

Last Updated:
World's largest gold reserve: সোনার খনি যে কোনও দেশের অর্থনীতিকে বদলে দিতে পারে। কিন্তু জানেন কি বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি কোথায় আছে?
1/6
সোনা যে কোনও দেশের অর্থনীতির ক্ষেত্রেই সম্পদ। কিন্তু সোনার খনি বিশ্বের সীমিত কিছু দেশের কাছেই রয়েছে। সোনার খনি যে কোনও দেশের অর্থনীতিকে বদলে দিতে পারে। প্রতীকী ছবি।
সোনা যে কোনও দেশের অর্থনীতির ক্ষেত্রেই সম্পদ। কিন্তু সোনার খনি বিশ্বের সীমিত কিছু দেশের কাছেই রয়েছে। সোনার খনি যে কোনও দেশের অর্থনীতিকে বদলে দিতে পারে। প্রতীকী ছবি।
advertisement
2/6
কিন্তু জানেন কি বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি কোথায় আছে?মাইনিং টেকনোলজির হিসাব অনুযায়ী এত দিন বিশ্বের সবচেয়ে বড় খনি ছিল দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ কোল্ড মাইন। কিন্তু সম্প্রতি সেই হিসাব বদলে গিয়েছে। প্রতীকী ছবি।
কিন্তু জানেন কি বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি কোথায় আছে?
মাইনিং টেকনোলজির হিসাব অনুযায়ী এত দিন বিশ্বের সবচেয়ে বড় খনি ছিল দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ কোল্ড মাইন। কিন্তু সম্প্রতি সেই হিসাব বদলে গিয়েছে। প্রতীকী ছবি।
advertisement
3/6
সম্প্রতি ভারতের পড়শি দেশ, অর্থাৎ চিনে আবিস্কৃত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি। অনুমান করা হচ্ছে সেই খনিতে ১০০০ মেট্রিক টন উন্নত সোনার আকরিক রয়েছে। প্রতীকী ছবি।
সম্প্রতি ভারতের পড়শি দেশ, অর্থাৎ চিনে আবিস্কৃত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি। অনুমান করা হচ্ছে সেই খনিতে ১০০০ মেট্রিক টন উন্নত সোনার আকরিক রয়েছে। প্রতীকী ছবি।
advertisement
4/6
চিনের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন মতে, সেখানে ৮৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৭ লক্ষ কোটিরও বেশি টাকার সোনা সঞ্চিত রয়েছে। এখন পর্যন্ত আবিস্কৃত হওয়া বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি এটিই। প্রতীকী ছবি।
চিনের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন মতে, সেখানে ৮৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৭ লক্ষ কোটিরও বেশি টাকার সোনা সঞ্চিত রয়েছে। এখন পর্যন্ত আবিস্কৃত হওয়া বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি এটিই। প্রতীকী ছবি।
advertisement
5/6
এর আগে ছিল দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ মাইন, যেখানে প্রায় ৯০০ মেট্রিক টন সোনা সঞ্চিত রয়েছে। তার থেকেও বড় চিনে সদ্য আবিস্কার হওয়া এই সোনার খনি। প্রতীকী ছবি।
এর আগে ছিল দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ মাইন, যেখানে প্রায় ৯০০ মেট্রিক টন সোনা সঞ্চিত রয়েছে। তার থেকেও বড় চিনে সদ্য আবিস্কার হওয়া এই সোনার খনি। প্রতীকী ছবি।
advertisement
6/6
এটি রয়েছে চিনের পিংজিয়াংয়ে। এমনিতেই চিনে রয়েছে প্রচুর সোনার খনি, যা থেকে মোটা অর্থ উপার্জন করে এই দেশ। এই খনি আবিস্কারের আগে পর্যন্ত এই দেশে ২০০০ টনের বেশি সোনা সঞ্চিত ছিল। সেই সম্পদের পরিমাণ এক ধাক্কায় আরও বাড়ল প্রতীকী ছবি।
এটি রয়েছে চিনের পিংজিয়াংয়ে। এমনিতেই চিনে রয়েছে প্রচুর সোনার খনি, যা থেকে মোটা অর্থ উপার্জন করে এই দেশ। এই খনি আবিস্কারের আগে পর্যন্ত এই দেশে ২০০০ টনের বেশি সোনা সঞ্চিত ছিল। সেই সম্পদের পরিমাণ এক ধাক্কায় আরও বাড়ল প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement