মাদারিহাট ব্লকের দক্ষিণ মাদারিহাট এলাকার এক কৃষক এদিন চাষের জমিতে গিয়েছিলেন জাল আনতে। সেই জাল নিতে গিয়েই তিনি দেখেন তাতে জড়িয়ে আছে বিরাট বড় বার্মিজ পাইথন সাপ। জালের সামনে গিয়ে ওই কৃষক অত বড় সাপ দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন। শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: বৃষ্টি ভেজা ডুয়ার্সে ‘রোড স্টপারের’ ভূমিকায় গজরাজ! এই দৃশ্যগুলো দেখলে অবাক হবেন
advertisement
স্থানীয় বাসিন্দারাও দেখেন ধান ক্ষেতের জালের মধ্যে আটকে পড়েছে একটি বিশালকার বার্মিজ পাইথন। পরে বন দফতরে খবর দেয় স্থানীয়রা। এসে পৌঁছয় মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা। ঘঠনাস্থল থেকে তাঁরা বার্মিজ পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যান। বনকর্মীদের অনুমান টানা বৃষ্টিতে পাইথনটি নদীর জলে ভেসে চলে এসেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বার্মিজ পাইথনটি সাধারণত অ-বিষাক্ত এবং এদের ত্বক গাঢ় বাদামি রঙের হয়, যাতে কালো রঙের ছোপ ছোপ দাগ থাকে। এরা শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এই সাপটিকে আদ্র স্থানে বেশি দেখা যায়। তবে এর বিষ নেই। বনকর্মীরা মাদারিহাটের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন। এরকম সাপ ফের দেখা গেলে বনদফতরে খবর দিতে বলা হয়েছে।