রাত পোহালেই ১৫ অগাস্ট, তার আগে 'আসল স্বাধীনতা'র ডাক! এই পড়ুয়াদের বার্তা শুনলে মুগ্ধ হবেন

Last Updated:

আমরা কি আদৌ স্বাধীন হয়েছি? স্বাধীন হতে গেলে কী কী জিনিস থেকে মুক্তি দরকার?

+
স্কুল

স্কুল পড়ুয়াদের র‍্যালি

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ রাত পোহালেই স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট, ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন হয়েছিল ভারত। বিনিময়ে দিতে হয়েছিল একাধিক প্রাণ, ঝরেছিল বহু বীর বিপ্লবীর রক্ত। দেশকে স্বাধীন করতে তরুণ তরতাজা যুবক-যুবতীরা অকালে আত্ম বলিদান দিয়েছিলেন। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে সাড়ে সাত দশকের অধিক সময়। তবে আমরা কি আদৌ স্বাধীন হয়েছি? স্বাধীন হতে গেলে কী কী জিনিস থেকে মুক্তি দরকার? স্বাধীনতার স্বাদই বা কেমন? স্বাধীনতা মানে পরাধীনতার গ্লানি মোচন নয়, স্বাধীনতা মানে কুসংস্কার থেকে মুক্তি পাওয়া, স্বাধীনতা মানে শিক্ষার আলোকে আলোকিত হওয়া, স্বাধীনতা মানে দুর্নীতিমুক্ত সমাজ, স্বাধীনতা মানে জাতিভেদ, ভাষাভেদ, শিশুশ্রম থেকে মুক্তি। এবার সেই স্বাধীনতার প্রচারে গ্রামে গ্রামে ঘুরলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতন ভাগবত চরণ হাই স্কুলের পড়ুয়ারা।
২০০ বছর ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করেছিল। বহু রক্তের বিনিময়ে মিলেছে এই স্বাধীনতা। আজ গ্রামে গ্রামে গড়ে উঠেছে বিদ্যালয়। ছাত্রছাত্রীরা দল বেঁধে স্কুলে যায়। সৌভ্রাতৃত্বের বন্ধনে সামাজিকতায় আবদ্ধ হয়ে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করেন। এখানে নেই জাতিভেদ, নেই একে অপরের প্রতি ঘৃণা। এটাই তো স্বাধীন ভারতের আসল স্বাধীনতা। এবার সেই স্বাধীনতার প্রচারে এগিয়ে এল পড়ুয়ারা। বিভিন্ন গ্রামে গ্রামে স্বাধীনতার একাধিক বার্তা পৌঁছে দিলেন তাঁরা।
advertisement
আরও পড়ুনঃ বর্ষায় বেড়েছে ডেঙ্গির প্রকোপ! এবার ড্রোনের সাহায্যে চালানো হল…! চুঁচুড়ায় বড় অভিযান
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের দাঁতন ভাগবত চরণ হাই স্কুলের পড়ুয়ারা বিদ্যালয়ের পার্শ্ববর্তী একাধিক গ্রামে হাতে প্ল্যাকার্ড নিয়ে ঘুরে ঘুরে স্বাধীনতার প্রচার করলেন। মূলত স্বাধীনতা দিবসের দিনেই বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশাল র‍্যালি হয়। এবার স্বাধীনতা দিবসের আগের দিন গ্রামে গ্রামে স্বাধীনতার বার্তা পৌঁছে দিল পড়ুয়ারা। মূলত সাধারণ মানুষের মধ্যে কুসংস্কার দূরীকরণ, জাতিভেদ, শিশুশ্রম, হিংসাত্মক মানসিকতা দূরীকরণে ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে গোটা সমাজকে বার্তা দিতে বিদ্যালয়ের তরফে এই প্রাক স্বাধীনতা র‍্যালির আয়োজন করা হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দাঁতন ভাগবত চরণ হাই স্কুলের বরাবরই ভিন্ন ভাবনা। এবারও এক নতুন উদ্যোগ নিলেন তাঁরা। স্বাধীনতা দিবস মানে কেবল অনুষ্ঠান নয়, শুধু একদিন পালন করা নয়। ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ-বৃদ্ধাদের মধ্যে স্বাধীনতার রুচি এবং ভাবনা ছড়িয়ে দিতে এমন আয়োজন র‍্যালি আয়োজন করল এই বিদ্যালয়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাত পোহালেই ১৫ অগাস্ট, তার আগে 'আসল স্বাধীনতা'র ডাক! এই পড়ুয়াদের বার্তা শুনলে মুগ্ধ হবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement