গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ হানা দেয় মোজমপুরের পিরোজপুর গ্রামে। তল্লাশি চালিয়ে বাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় ওই মাদক দ্রব্য। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতের নাম নাজিম আক্তার। বয়স ২২ বছর। বাড়ি কালিয়াচক থানার মোজামপুর, পিরোজপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার নাজিম আক্তারের শ্বশুর একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ছিলেন। বর্তমানে তার শ্বশুর মাদক মামলায় বালুরঘাট জেলে রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ পেলের শেষ যাত্রায় অনুপস্থিত, তীব্র ভর্ৎসনার শিকার নেইমার-কাকা-রোনাল্ডোরা
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে এত বিপুল পরিমাণ মাদক বিক্রির জন্য বাড়িতে মজুত করেছিল অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার মাদকের চোরা বাজারে আনুমানিক মূল্য প্রায় ৪.২ কোটি টাকা। বুধবার অভিযুক্তকে মালদহ জেলা আদালতে পেশ করেছ কালিয়াচক থানার পুলিশ। দশ দিনের পুলিশ হেফাজতে আবেদন জানানো হয়েছে। ধৃতকে জিঞ্জাসাদ চালিয়ে মাদক পাচার চক্রের আরও তথ্য জানার চেষ্টা চালাবে পুলিশ।
Harashit Singha