হিঙ্গলগঞ্জ সুন্দরবনের মধ্যে পড়ে। সেখানকার দুলদুলি ফেরিঘাটে স্কুটি নিয়ে নামতে গিয়ে রায়মঙ্গল নদীতে পড়ে যায় স্কুটি ও স্কুটি চালক। ওই স্কুটি চালকের নাম কার্তিক মিস্ত্রি। এর কিছুক্ষণ পর তাঁকে ফেরিঘাট থেকে ২৫-৩০ মিটার দূরে নদীতে ভেসে উঠতে দেখা যায়। তবে নদীর জলের স্রোতে ভেসে যাওয়া স্কুটির আর কোনও খোঁজ পাওয়া যায়নি। সাঁতরে কোনরকমে নদীর পাড়ে আসেন দুর্ঘটনায় পড়া স্কুটি চালক। স্থানীয়রা হাত ধরে তাঁকে উপরে তুলে আনে।
advertisement
আরও পড়ুন: ১৩৬৬ মিটারের মারাং বুরুর দাবিতে পথে আদিবাসীরা, এর সঙ্গে জৈনদের কী সম্পর্ক
ওই সময় ফেরিঘাটে উপস্থিতদের দাবি, ঘাটে নামার কাঠের সিঁড়িটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। কিন্তু ঘাট মালিকরা এদিকে নজর দিচ্ছেন না। ব্লক প্রশাসনকে সবকিছু জানিয়েও লাভ হয়নি। তার জেরেই এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এই নিয়ে দু-দু'বার প্রাণঘাতি দুর্ঘটনার সম্মুখীন হলেন সেখানকার মানুষ। স্কুটির মালিক কার্তিক মিস্ত্রি বলেন, "এই ঘটনা আগেও ঘটেছিল। আমি একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছি। আগামী দিনে আর কাউকে যেন এইভাবে দুর্ঘটনায় পড়তে না হয়।" তিনি ফেরিঘাট মেরামতের দাবি জানান। এই ঘটনায় ওই ফেরিঘাট দিয়ে যাতায়াতকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।