আরও পড়ুন: এক বছরে কুড়ি হাজার কিলোমিটার! সাইকেলে ভারত ভ্রমণের লক্ষে বাংলাদেশের যুবক
বর্তমানে অনেক ঘরের ভিতরে সাজিয়ে তোলা হয় বামন আকৃতির কাঠের পুতুল, খােদাই করা কাঠের নানা কারুকাজে এবং বেত, সরকাঠি, ময়ূর-মাছরাঙার মতাে রঙিন পাখির পালকে। বাঁশ-বেতের ভেলকি এবং নকশিতে। আর সেই বাঁশকে ছোট ছোট আকারে কেটে নিয়ে তা থেকে আবার সরু মসৃণ কাঠি বার করে বান্ডিল করছেন। তা চলে যাচ্ছে কোলকাতা সহ জেলার বিভিন্ন একাকায়। এভাবেই বাড়তি আয়ের পথ দেখছেন উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার মিনাখাঁর লাউগাছি, কুশাংরা সহ কয়েকটি গ্রামের কয়েক’শ মহিলারা।
advertisement
আরও পড়ুন: জামাইষষ্ঠীতে চেটেপুটে সাফ হবে থালা, জামাই আদরে এবার পাতে রাখুন চকলেট পোহা পিঠে ও লাড্ডু!
এলাকার মহিলারা জানান, কোলকাতা থেকে গাড়িতে প্রতি সপ্তাহে বাঁশের কাটা অংশ আসে। আর সেগুলি থেকে কাঠি তৈরি করে রোদে শুকিয়ে বান্ডিল করে আবার তা চলে যায় কোলকাতায়। এক একটি বান্ডিলে প্রায় ৮০০-৯০০ কাটি থাকে। যা প্রস্তুত করে পান মাত্র ৭-৮টাকা। প্রতিদিন এভাবে শতাধিক টাকা আয় করে এলাকার মহিলারা। তবে এই কাঠিগুলি দিয়ে ঠিক কি তৈরি হয় তা জানেন না কেউই! কেউ জানায়, ঘুড়ি তৈরি হয় আবার কেউ জানায় এই কাঠি দিয়ে বিভিন্ন সৌখিন জিনিস পত্র, পুতুল কিংবা আইসক্রিম কারখানায় ব্যবহার করা হয়। তবে ঘরের কাজ সেরে মহিলারা কিছুটা হলেও বাড়তি আয়ের পথ দেখছেন এই কাঠি প্রস্তুত করে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জুলফিকার মোল্যা