আরও পড়ুন: স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল যুবক
স্বরূপনগরের সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে রাজ্য পুলিশের এসটিএফ উদ্ধার করে তেরোটি সিমবক্স মেশিন (বেআইনি প্রাইভেট টেলিফোন এক্সচেঞ্জ) ও ৬০০ টি সিম কার্ড। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। এই ঘটনায় ধৃত কবীর আন্তর্জাতিক জালিয়াতি চক্রের সদস্য বলে খবর। ধৃতের বাড়ি স্বরূপনগরের বিথারি-হাকিমপুর পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের দহরকন্দা গ্রামে।
advertisement
চলতি মাসের ১১ তারিখ হাওড়ার মালিপাঁচঘড়া থানায় একটি ফৌজদারি মামলা হয়। ভারতীয় টেলিগ্রাফ আইন, ভারতীয় ওয়ারলেস টেলিগ্রাফি আইন এবং ভারতীয় ফৌজদারি আইনের বিভিন্ন ধারায়। কেসের তদন্তেরভার নিয়েছিল রাজ্য পুলিশের এসটিএফ। সেই কেসের তদন্তে নেমেই এই পাওয়া গেল। এসটিএফ তল্লাশি চালায় হয়েছিল দহরকন্দার কবীর দফাদারের নির্মীয়মান বেআইনি তিনতলা বাড়িতে। সেখানেই পাওয়া যায় এইসব জিনিস।
জুলফিকার মোল্লা