পঞ্চায়েত নির্বাচনে নিজের প্রিয় রাজনৈতিক দলকে মানুষের কাছে পৌঁছে দিতে অভিনব এই পন্থা অবলম্বন করেছেন। তার কথায়, সিপিএম দল শ্রমিকের জন্য ভাবে, শ্রমিকের জন্য কাজ করে। তাই এই পঞ্চায়েতে CPI(M) আবার ফিরে আসুক, সেই কারণে সেলুনে গিয়ে নিজের মাথা হেয়ার কাটিং করে CPI(M) এর সিম্বল ফুটিয়ে তুলেছে। আর এই ভাবেই এখন এলাকায় ঘুরে বেড়ানো, নিজের কাজে যাওয়া সবটাই চলছে।আর সঙ্গে সবাইকে বলছে তার দলকে যেন এবার ভোট দেয়।
advertisement
আরও পড়ুন: Flipkart-এ অর্ডার করেছিলেন লাইট! বাড়িতে এটা কী এল? যা করল ডেলিভারি বয়!
আসল নাম গোপাল মালাকার হলেও এলাকায় সবাই ভুবন বলেই সকলে চেনে এই ব্যক্তিকে। তার আশা, এবছর তার দল ঘুরে দাঁড়াবেই। তবে যদি শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং গণনা ঠিকঠাক হয় তবে তেপুল মির্জাপুর পঞ্চায়েতের অন্তর্গত মিদিয়ার এই বাম কর্মী মনে করেন, বামেরা এবার এই পঞ্চায়েতে জয়ী হবেন। তবে হঠাৎ মাথায় এমন হেয়ার কাটিং করার চিন্তা ভাবনা কেন ? ভুবন জানায়, সে বামফ্রন্টের সক্রিয় কর্মী। পার্টিকে ভালবাসে। শ্রমিক শ্রেণির মানুষ যেন আবার বামফ্রন্টকে পুনরায় পায় তার জন্য এই কাটিং। এলাকার মানুষও ভুবনের এই প্রাচারের ভঙ্গিকে চুটিয়ে উপভোগ করছেন। বর্তমানে নিজের পেশাগত কাজের বাইরে, সারাদিন পার্টির কাজেই নিজেকে ব্যাস্ত রাখছে সে। আর তার এই অভিনব হেয়ার কাটিং এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল।
Rudra Narayan Roy