TRENDING:

Viral | Crime: স্করপিও গাড়ি থেকে নামছে চোর! কী চুরি করল জানেন? এতো সিনেমা!

Last Updated:

Viral | Crime: দামি গাড়ি চড়ে, লরি নিয়ে এসে অভিনব কায়দায় চুরি! জানলে অবাক হবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: কর্মচারী সেজে অভিনব কায়দায় সরকারি জল প্রকল্পের বিশাল আকারের পাইপ চুরির ঘটনায় চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুরের ১৬ নম্বর রেলগেট এলাকায় ঘটে এই কাণ্ড। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শারুক আহমেদ মন্ডল, নদীয়ার চাকদা থানার শিবপুর গ্রামের বাসিন্দা। সুব্রত সরকার, গোপালনগর থানার ফুলবাড়ী গ্রামে বাসিন্দা। বিধান মুন্ডা এবং অনুপম বিশ্বাসের বাড়ি গোপালনগরে। চুরি যাওয়া জলের পাইপের মধ্যে ২৭ টি উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে। আটক করা হয়েছে একটি ট্রাক এবং একটি স্করপিও গাড়ি।
advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গোপালনগর থানার কামদেবপুর এলাকায় রাজ্য সরকারের একটি জলপ্রকল্প নির্মাণের কাজ চলছে। সেই প্রকল্পে ব্যবহারের জন্য প্রকল্প এলাকায় এনে রাখা হয়েছিল প্রচুর বৃহৎ আকৃতির দামি জলের পাইপ। সেই পাইপ একের পর এক চুরি যাচ্ছিল বলে অভিযোগ। চুরি যাওয়ার বিষয়টি গোপালনগর থানায় নথিভুক্ত করার পর পুলিশ তদন্তে নামে। এদিন দুষ্কৃতীরা ফের চুরি করতে আসলে দুটি গাড়ি সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। জেরায় তারা চুরির ঘটনা স্বীকার করে নেয়।

advertisement

আরও পড়ুন:

দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, সাধারণ মানুষের যাতে কোনো ভাবে তাদের উপর সন্দেহ না করে, দেখে মনে হয় প্রকল্পেরই কর্মচারী তারা তাই চোখে ধুলো দিতে দামি স্করপিও গাড়িতে লরি নিয়ে এসে চুরি করত এই পাইপ। ফলে প্রকল্পের কর্মী সেজে পাইপগুলি ট্রাক বোঝাই করে অন্যত্র নিয়ে যাওয়া হত।

advertisement

View More

আরও পড়ুন:

আর এভাবেই ওই জল প্রকল্পের কাজে ব্যবহারের জন্য আনা পাইপগুলির মধ্যে প্রায় ৮০ টি জলের পাইপ চুরি যায়। পাইপের সংখ্যা কমে যাওয়ায় প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা আধিকারিকেরা বিষয়টি বুঝতে পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ধৃতদের ইতিমধ্যেই পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাকি পাইপ উদ্ধারের পাশাপাশি এই চুরির ঘটনায় আরো কারা জড়িত আছে কিভাবে চলত এই গোটা প্রক্রিয়া, তা জানতে ধৃতদের জিজ্ঞাসা বাদ চালানো হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Viral | Crime: স্করপিও গাড়ি থেকে নামছে চোর! কী চুরি করল জানেন? এতো সিনেমা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল