প্রসঙ্গত, ভারতীয় রেল মন্ত্রক ২০৩০ সালের মধ্যে রেল পরিচালনার ক্ষেত্রে ‘গ্রিন রেলওয়ে’র লক্ষ্যমাত্রা নিয়েছে। এক্ষেত্রে একাধিক উদ্যোগও গ্রহণ করা হয়েছে মন্ত্রকের তরফ থেকে। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে রেলের এই বিশেষ উদ্যোগ বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, চলতি বছরেই শিয়ালদহ মেন শাখার বিভিন্ন স্টেশনে পর্যবেক্ষণে আসবেন পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
advertisement
আরও পড়ুনঃ সীমান্তে দুর্ঘটনা! প্রাণ গেল দুই বাংলাদেশী পর্যটকের
তাই তার আগেই স্টেশনগুলিকে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে রেলের তরফে। পরিবেশ বান্ধব স্টেশন চত্বরে আঁকা ছবি অনেকেই মুগ্ধ হয়ে দেখছেন। দেখতেও সুন্দর লাগছে বলে অভিমত যাত্রীদের। সুন্দর এই শিল্পকলার ফুটিয়ে তোলার ফলে, স্টেশন চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মানসিকতা তৈরি হবে বলেও আশাবাদী অনেকেই। পাশাপাশি, রেলের এই উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন রেল যাত্রীরা।
Rudra Narayan Roy