যেসব ভাইদের বোন নেই এইরকম পথশিশু অনাথ শতাধিক ভাইদের কপালে পরলো ফোঁটা। অনাথ পথশিশুদের মঙ্গল কামনায় ব্রতী হলেন বোনেরা। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় বেড়েছে ডেঙ্গির প্রকোপ। সেই জায়গায় দাঁড়িয়ে বোনেরা ভাইদের দীর্ঘায়ু কামনা করে হাতে তুলে দিলেন উপহার স্বরূপ মশারি। পাশাপাশি দেওয়া হল নতুন বস্ত্র, মিষ্টি। ভাই ফোঁটার পাশাপাশি উপহার পেয়ে আপ্লুত অনাথ পথ শিশুরা। খুশিতে মুখে ফুটে উঠল হাঁসি।
advertisement
আরও পড়ুনঃ পুজোয় ছুটি না নিয়ে কর্মে অবিচল! ডেঙ্গি রোধে বদ্ধপরিকর এলাকার স্বাস্থ্যকর্মীরা
ক্লাবের সদস্যদের নিজেদের ভাই-বোন থাকা সত্ত্বেও, এখানেও অনাথ শিশুদের মুখে হাঁসি ফোটাতেই এই উদ্যোগ গ্রহণ করেছেন। এদিন এই গণ ভাই ফোঁটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বহু অনাথ শিশু। খাওয়া-দাওয়ার মধ্যে দিয়ে আনন্দ করেই দিনটি কাটালেন তারা। এভাবেই জেলার নানা প্রান্তে উদযাপন করা হল ভাতৃদ্বিতীয়া। এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে আনন্দে মেতে ওঠে এলাকাবাসিরাও। ক্লাবের উদ্যোগকেও সাধুবাদ জানিয়েছে সমাজের বিভিন্ন মহল। এভাবেই হাসি ফুটল অনাথ শিশুদের মুখে।
Rudra Narayan Roy