আদিবাসী সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ধামসা-মাদল। যেকোনও পরবে মহুয়ার নেশায় বুঁদ হয়ে ধামসা-মাদলের ছন্দে মেতে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ঝুমুর গান, টুসু গানের সঙ্গে ধামসা-মাদলের ছন্দ দোলা লাগায় প্রত্যন্ত এলাকার মানুষের মনেও। আদিবাসী সম্প্রদায়ের মেয়েদেরে ঐতিহ্যবহী ঝুমুর নাচের মাধ্যমে মহাসমারহে পালিত করা হল টুসু মেলা। ১৭ জানুয়ারি থেকে আরম্ভ হওয়া এই উৎসব চলবে ২১ জানুয়ারী পর্যন্ত। শুধু স্থানীয় এলাকার বাসিন্দারাই নন, এই টুসু পরবে অংশগ্রহণ করছেন অন্যান্য সম্প্রদায়েরও বহু মানুষ।
advertisement
আরও পড়ুন: রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বইমেলা শুরু হল মালদহে
আদিবাসী মেয়েরা টুসু দেবীকে ফুল দিয়ে বরণ করেন। ধামসা ও মাদলের তালে আদিবাসী গান ও নাচের মধ্য দিয়ে পালন করা হয় টুসু পরব। পাঁচ দিনব্যাপী এই উৎসব প্রাঙ্গন আদিবাসী সংস্কৃতির নাচে-গানে একেবারে জমজমাট হয়ে উঠেছে।
জুলফিকার মোল্লা