আরও পড়ুন: রাজনীতির ময়দানে পা দিয়েই পঞ্চায়েত প্রধান! মাজদিয়ায় চমক
মধ্যমগ্রামের পর এবার বসিরহাটে রাস্তায় যত্রতত্র টোটোর দাপট ঠেকাতে লাগানো হচ্ছে কিউআর কোড। অভিনব এই উদ্যোগ নিয়েছ বসিরহাট পুরসভা। বসিরহাট শহরজুড়ে এই মুহূর্তে ২৫০০-৩০০০ টোটো চলছে। অলিতে গলিতে টোটো স্ট্যান্ড গজিয়ে উঠছে। একইসঙ্গে অটো চালকদের সঙ্গে টোটো চালকদের ঝামেলা নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি টোটোকে নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ করেছে পুরসভা।
advertisement
এই কিউআর কোড চালু প্রসঙ্গে আইএনটিটিইউসি-র বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ভাস্কর মিত্র বলেন, বেকার যুবকদের শুধুমাত্র টোটো চালানোর সুযোগ দেওয়া হবে। যারা পয়সা আছে বলে একাধিক টোটো রাস্তায় নামিয়ে ড্রাইভার দিয়ে চালায় তারা সুযোগ পাবেন না। একজনের নামে একটির বেশি টোটোর রেজিস্ট্রেশন রাখার অনুমতি দেওয়া হবে না। আগামী মাস থেকেই বসিরহাটের টোটোগুলিতে কিউ আর কোড বসানো হবে। জানা গিয়েছে, এই কিউআর কোড স্ক্যান করা হলে টোটোর মালিকের যাবতীয় তথ্য পাওয়া যাবে। সরকারি রেজিষ্ট্রেশন নম্বর, চালকের লাইসেন্সের তথ্য, কোন রুটে চলে সবকিছু সেখানে উল্লেখ থাকবে।
এর ফলে আগামী মাস থেকে যে টোটোগুলিতে কিউআর কোড থাকবে না সেগুলিকে আর বসিরহাটে চলাচল করতে দেওয়া হবে না। এই পদ্ধতির ফলে বসিরহাটে বেআইনি টোটোর দাপট কমবে বলে আশা করছে প্রশাসন। তাতে সামগ্রিকভাবে শহরে টোটোর সংখ্যা কমলো। পুরো পদ্ধতিটিই ডিজিটাল হতে চলেছে। সব মিলিয়ে বসিরহাট শহর পুজোর আগেই যানজটহীন হবে বলে জানিয়েছেন বসিরহাটের পুরপ্রধান অদিতি মিত্র।
জুলফিকার মোল্লা