TRENDING:

North 24 Parganas News: তালপাতার পাখার দেখা মেলা ভার, বাজার দখল করেছে প্লাস্টিকের হাতপাখা

Last Updated:

North 24 Parganas News: তালপাতার হাতপাখাই আগে ছিল বিদ্যুৎ চালিত ফ্যানের বিকল্প। গত কয়েক বছর ধরে কম দামের প্লাস্টিকের হাতপাখা বাজারে ছেয়ে গিয়েছে। সস্তা এই পাখার বিক্রিও বেড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: হারিয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্যবাহী তালপাতার হাত পাখা। বাজার দখল করেছে প্লাস্টিকের পাখা। বাংলায় বর্ষা নেমে গিয়েছে, কিন্তু গরম এখনও কমেনি দক্ষিণবঙ্গে। লোডশেডিংয়ের দাপটও চলছে। ফলে মার্চ মাসের শেষ থেকে শুরু করে এখনও প্লাস্টিকের হাতপাখার কদর কমেনি গ্রামেগঞ্জে।
advertisement

তালপাতার হাতপাখাই আগে ছিল বিদ্যুৎ চালিত ফ্যানের বিকল্প। গত কয়েক বছর ধরে কম দামের প্লাস্টিকের হাতপাখা বাজারে ছেয়ে গিয়েছে। সস্তা এই পাখার বিক্রিও বেড়েছে। বসিরহাটের পাখা শিল্পীদের এখন দম ফেলার ফুরসত নেই। দেবীপুর-সহ বসিরহাটের বিভিন্ন জায়গায় প্লাস্টিকের তৈরি হাতপাখা তৈরির কারখানা বাড়ছে।

আরও পড়ুন: প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ইলিশ নিয়ে এ কী ঘটছে! তোলপাড় বাজারে

advertisement

তাল গাছ কমে যাওয়ায় তালপাতার পাখা ইদানীং কমছে। সেই বাজার দখল করেছে প্লাস্টিকের হাতপাখা। ‘সানপ্যাক’ প্লাস্টিক বোর্ড কেটে তৈরি হয় পাখা। কলকাতা থেকে প্লাস্টিক বোর্ড কেনেন ব্যবসায়ীরা। তা থেকে মূলত ১০ ইঞ্চি এবং ৬ ইঞ্চি মাপের দু’ধরনের পাখা তৈরি হয় কারখানায়। ক্রেতার চাহিদা অনুযায়ী কম্পিউটারে ডিজাইন করে সিল্ক স্ক্রিন পদ্ধতিতে হাতপাখার উপরে সিনেমার হিরো-হিরোয়িনদের ছবির পাশাপাশি ফুল-লতাপাতার ছবি ছাপা হয়। প্লাস্টিক প্রস্তুতের পর পাখা তৈরির শেষ পর্যায়ে লাগানো হয় বাঁশের চটার হাতল। বাড়ির মহিলারাও এই কাজে হাত লাগান।

advertisement

View More

আরও পড়ুন: ভারতীয় সেনা চিকিৎসকের সঙ্গে লিভ-ইনের পর চরম পরিণতি মেয়ের! খুনের অভিযোগ মায়ের

প্লাস্টিকের পাখার দাম তালপাতার পাখার চেয়ে অনেকটাই কম এবং টেকসই অনেক বেশি। ফলে দিন দিন চাহিদা বাড়ছে এই প্লাস্টিকের পাখার। গ্রীষ্মের আগেই পাখার জোগান দিতে হবে রাজ্যের বিভিন্ন জেলায় সেই কারণে হাতপাখা তৈরি করতে কর্মব্যস্ততায় বসিরহাটের হাতপাখা শিল্পীরা। তাঁদের তৈরি এই হাত পাখা রাজ্য পেরিয়ে বিহার-সহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে পাঠানো হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: তালপাতার পাখার দেখা মেলা ভার, বাজার দখল করেছে প্লাস্টিকের হাতপাখা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল