এই প্রথম ভারতে এসেছে সন্তু। সন্তু-র বড় ভক্ত টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়। জানা গিয়েছে সন্তুকে নিয়ে তার ময়নার ভারতের আসার প্রধান কারণ, ফ্যান-ফলোয়ার ভারতীয়দের সঙ্গে দেখা করা। প্রায় পাঁচ লক্ষ্য ফলোয়ার এই মূহুর্তে সন্তুর নানা কীর্তি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। সন্তুর সোশ্যাল মিডিয়ায় আজ শুধু সন্তু নয়, তার সঙ্গে ময়না চরিত্রও আজ সকলের চেনা।
advertisement
আরও পড়ুনঃ সরষে ক্ষেতের মধ্যে রক্তমাখা বস্তা! মুখ খুলতেই নিখোঁজ ৫ বছরের শিশু দেহ উদ্ধার, চাঞ্চল্য শান্তিপুরে
সোশ্যাল মিডিয়ায় ময়না বলে সকলে চিনলেও, তাঁর আসল নাম তনুশ্রী রায়। খুলনার বাসিন্দা এই ইউটিউবারের পোষ্য সন্তু। সোশ্যাল মিডিয়ায় এখন বদ ময়না ও সন্তু তুমুল ভাইরাল, তাদের নানা ভিডিওর সৌজন্যে। পশুপ্রেমী দেবশ্রী রায় সন্তু-র কলকাতায় আসার খবর জানতে পেরেই ছুটে আসেন দেখা করার জন্য। জনপ্রিয় কলকাতার রসগোল্লা গানে এ দিন সন্তুর সঙ্গে রীতিমতো নেচেছেন দেবশ্রী রায়।
সন্তুর সঙ্গে দেখা করে দেবশ্রী জানান, মা-এর মৃত্যুর পর সন্তুর ভিডিও দেখেই মন ভাল রাখার পাশাপাশি নিজেকে ঠিক করার শক্তি পেয়েছিলেন। তাই সন্তুর সঙ্গে দেখা করতে ছুটে আসা। পাশাপাশি সন্তুকে দেখে সকলে যেন রাস্তায় ঘোরাফেরা করা সারমেয়দের প্রতি সহৃদয় হন সেই বার্তাও তুলে ধরেন অভিনেত্রী দেবশ্রী রায়।
এ দিন সকলের সঙ্গে খোশ মেজাজেই দেখা পাওয়া গিয়েছে সারমেয় সন্তুর। তাকে একঝলক দেখার জন্য অনেকেই এখন অপেক্ষা করছেন মধ্যমগ্রামের বাড়ির সামনে।
রুদ্র নারায়ন রায়