এদিন স্থানীয় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে গিয়েছিলেন শহীদ দিবসের অনুষ্ঠানেও। ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা। আর বাড়ি ফেরা হল না হরিণঘাটার ফতেপুর গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়ার বছর ৩২ এর যুবক কুতুবুউদ্দিনের।গাড়িতে আসা সতীর্থদের থেকে জানা যায়, সভা শেষে বাড়ি ফেরার পথে বাথরুম করতে কুতুবউদ্দিন নামে বারাসাতের ১১ নম্বর রেলগেটে। লাইনের পাশে দাঁড়িয়ে বাথরুম করার সময়ই, একটি ট্রেন তাকে ধাক্কা মেরে ফেলে দেয় বলেই জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
advertisement
আরও পড়ুন- দেড় লক্ষ টাকা আয়, ধানের পরিবর্তে মুসম্বি লেবু চাষ করে ‘মালামাল’ কৃষক
আরও পড়ুন-নির্বিঘ্নে পুজো হবে শ্রাবণ সোমবারে… বাইরের পাত্রে জল ঢালবেন, জল পড়বে মহাদেবের মাথায়
বারাসাত থানা ও জিআরপি কুতুবুদ্দিন মন্ডলকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত বলেই ঘোষণা করেন। ঘটনায় শোকে ভেঙে পড়েন কুতুবুদ্দিনের সঙ্গে থাকা তৃণমূল সমর্থকরাও। একসঙ্গে আনন্দ করতে করতে যাওয়া কুতুবুউদ্দিন যে আর নেই তা যেন তখনও মেনে নিতে পারছেন না সতীর্থ দলীয় কর্মী সমর্থকরা। মৃত যুবকের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।
Rudra Narayan Roy