TRENDING:

TMC 21 July Shahid Diwas:মর্মান্তিক! মালয়েশিয়া থেকে শহীদ দিবসে আসাটাই কাল হল, ভয়াবহ পরিণতি হল যুবকের

Last Updated:

TMC 21 July Shahid Diwas: মালয়েশিয়া থেকে হরিণঘাটার বাড়িতে ফিরেছিলেন কুতুবউদ্দিন মন্ডল। এদিন স্থানীয় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে গিয়েছিলেন শহীদ দিবসের অনুষ্ঠানেও। ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা। আর বাড়ি ফেরা হল না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: একুশে জুলাই ধর্মতলা থেকে বাড়ি ফেরার পথে বারাসাত ১১ নম্বর রেলগেটের কাছে বাথরুম করতে নামাই হল কাল। আপ বনগাঁ লোকালের ধাক্কায় সব শেষ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না যুবককে। পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্যাপক সাফল্যের কথা জানার পরই, মালয়েশিয়া থেকে হরিণঘাটার বাড়িতে ফিরেছিলেন কুতুবউদ্দিন মন্ডল।
শোকের ছায়া
শোকের ছায়া
advertisement

এদিন স্থানীয় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে গিয়েছিলেন শহীদ দিবসের অনুষ্ঠানেও। ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা। আর বাড়ি ফেরা হল না হরিণঘাটার ফতেপুর গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়ার বছর ৩২ এর যুবক কুতুবুউদ্দিনের।গাড়িতে আসা সতীর্থদের থেকে জানা যায়, সভা শেষে বাড়ি ফেরার পথে বাথরুম করতে কুতুবউদ্দিন নামে বারাসাতের ১১ নম্বর রেলগেটে। লাইনের পাশে দাঁড়িয়ে বাথরুম করার সময়ই, একটি ট্রেন তাকে ধাক্কা মেরে ফেলে দেয় বলেই জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

advertisement

আরও পড়ুন- দেড় লক্ষ টাকা আয়, ধানের পরিবর্তে মুসম্বি লেবু চাষ করে ‘মালামাল’ কৃষক

আরও পড়ুন-নির্বিঘ্নে পুজো হবে শ্রাবণ সোমবারে… বাইরের পাত্রে জল ঢালবেন, জল পড়বে মহাদেবের মাথায়

View More

বারাসাত থানা ও জিআরপি কুতুবুদ্দিন মন্ডলকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত বলেই ঘোষণা করেন। ঘটনায় শোকে ভেঙে পড়েন কুতুবুদ্দিনের সঙ্গে থাকা তৃণমূল সমর্থকরাও। একসঙ্গে আনন্দ করতে করতে যাওয়া কুতুবুউদ্দিন যে আর নেই তা যেন তখনও মেনে নিতে পারছেন না সতীর্থ দলীয় কর্মী সমর্থকরা। মৃত যুবকের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
TMC 21 July Shahid Diwas:মর্মান্তিক! মালয়েশিয়া থেকে শহীদ দিবসে আসাটাই কাল হল, ভয়াবহ পরিণতি হল যুবকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল