কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, ব্রাত্য বসু, সুজিত বসুদের মদতে পুলিশ অনৈতিকভাবে মারধর করে এবং গ্রেফতার করে।
এ বার পুরো বিষয়টি নিয়েই সিবিআই তদন্তের দাবী জনালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর সংসদ শান্তনু ঠাকুর। ঠাকুরনগরে এ দিন যারা আহত হয়েছেন তাদেরকে ভর্তি করা হয় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী-সহ বিজেপির বেশ কিছু কর্মকর্তা গেলে পুলিশের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন।
advertisement
আরও পড়ুন: পিছোবে পঞ্চায়েত ভোট? বাড়তি সময়ের পক্ষে হাইকোর্ট, পাল্টা প্রস্তাব দিল কমিশন
কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নিরাপত্তার রক্ষীদের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় রাজ্য পুলিশকে। গ্রেফতার করা আটজনের বিরুদ্ধে গাইঘাটা থানার পুলিশ সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে।
(১৮৬, ১৮৮, ৩০৮, ৩৩২, ৩৩৩, ৩৫৪, ৫০৬, ৩৪/১০৯ ipc) অন্য দিকে, বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর জানিয়েছেন, মতুয়া সম্প্রদায়ের লোক আগামী দিন বৃহত্তর আন্দোলন করবে। যা হয়েছে তা ঠাকুরবাড়ির ইতিহাসে নজির বিহীন ঘটনা বলেও উল্লেখ করেন মমতা বালা।
Narayan Roy






