TRENDING:

Picnic Spot near Kolkata: হাতের কাছেই দুর্দান্ত পিকনিক স্পট! কলকাতা থেকে মাত্র দেড় ঘণ্টা, ঘুরে আসুন এই শীতেই

Last Updated:

কোলকাতা শহর থেকে মাত্র দেঢ় ঘন্টার ব্যবধানে এই মনমুগ্ধকর নিরিবিলি জায়গায় পৌঁছে যেতে পারেন। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট শহরের কাছেই আছে এই পিকনিক স্পট ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: কলকাতা থেকে খুব কাছেই আছে গ্রাম্য পরিবেশে ভরপুর এই পিকনিক স্পট। শীত মানেই যে পিকনিক তা কিন্তু বলার অবকাশ থাকেনা। বন্ধুবান্ধব, পরিবার, অফিসে, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে পিকনিক করতে ভালবাসে বাঙালি। অতীত থেকেই এই অলিখিত রেওয়াজ চলছে আজও। নতুন নতুন পিকনিক স্পট, পাড়ার খেলার মাঠ এমনকি বাড়ির ছাদেও পিকনিক করে থাকে ভালবাসে বাঙালি।
advertisement

শীতের শুরুতেই পিকনিকের জন্য মন ব্যাকুল হয়ে পড়ে। কিন্তু সেই পিকনিকের জন্য দরকার পড়ে সুন্দর স্পট। তবে সেই স্পটটি যদি হয় মনোরম গ্রাম্য পরিবেশ, চাষের জমির মিঠেল গন্ধ, তবে কেমন হয়! আজ পিকনিকের জন্য এমন একটি জায়গার সন্ধান দেব আমরা।

আরও পড়ুন: চেনা গাছের অচেনা গুণ! প্রেশার-সুগার সবই রাখে নিয়ন্ত্রণে…বলছেন খোদ চিকিৎসকেরাই

advertisement

কলকাতা শহর থেকে মাত্র দেড় ঘণ্টার দূরত্বে এই মনোমুগ্ধকর নিরিবিলি জায়গায় পৌঁছে যেতে পারেন অনায়াসেই। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট শহরের কাছেই আছে এই পিকনিক স্পট। যেখানে রয়েছে ক্যাম্প ফায়ার, ব্যাটমিন্টন, বাস্কেটবল খেলার জায়গা, পাশাপাশি চাইলে রাত্রিবাসও করতে পারেন সেখানে। বসিরহাটের চাপাপুকুর শাখারিপাড়ায় অবস্থিত সরস্বতীবাগান বাড়িতে চাইলে পিকনিক করতে পারেন।

advertisement

View More

আরও পড়ুন: আর ৭ দিন পরেই… বুধের গোচরে চাকরি-ব্যবসা সবেতেই মালামাল! কপাল খুলে যাবে এই ৬ রাশির

গ্রাম্য পরিবেশে ভরপুর, মাঠে ধানের গোলা, সবুজ শ্যামল ফসল, হলুদাভ সরিষাফুলের উঁকিবাকির পাশাপাশি পাখির কলতানে এক অনন্য নির্মল শান্ত পরিবেশ। কাজের ব্যস্ততা শেষে সপ্তাহান্তের ছুটিতে শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে চাঁপাপুকুর রেল স্টেশন থেকে ৫-৭ মিনিটের ব্যবধানে পৌঁছে যাবেন এই পিকনিক স্পটে।

advertisement

পরিবারসহ সবান্ধবে এখানে পিকনিক করতে পারেন। সব মিলিয়ে কলকাতা শহরের পাশেই ছোট্ট একটি গ্রাম্য পরিবেশে ভরা এই বাগানে পিকনিক যে অন্য মাত্রা দিতে পারে তা বলা বাহুল্য।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Picnic Spot near Kolkata: হাতের কাছেই দুর্দান্ত পিকনিক স্পট! কলকাতা থেকে মাত্র দেড় ঘণ্টা, ঘুরে আসুন এই শীতেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল