আরও পড়ুন: জলাতঙ্ক মুক্ত পুরসভা হবে মধ্যমগ্রাম
বসিরহাটে একাধিক থিমের রমরমায় রীতিমতো চৎকৃত সাধারণ দর্শনার্থীরা। বসিরহাট শহরের কদমতলা অর্ঘ্য অ্যাথলেটিক ক্লাবের এবছরের থিম ৫৫ ফুট উচ্চতার স্ট্যাচু অফ লিবার্টি। খরচ হয়েছে প্রায় ১৩ লক্ষ টাকা। আবার বসিরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নাবারুণ সংঘ ক্লাবের পুজোয় এবছর কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। যার বাজেট প্রায় ১৪ লক্ষ টাকা।
advertisement
অপরদিকে বসিরহাট পুরসভার প্রান্তিক মাঠে এবারের পুজোর থিম আদিযোগী, যার বাজেট আনুমানিক ১৫ লক্ষ টাকা। বদরতলা নৈহাটি শক্তি সংঘের পুজোর থিম অক্ষয়ধাম। একইভাবে বসিরহাট পুরসভার আশ্রম পাড়ায় ওড়িশার ধবলগিরির আদলে মণ্ডপ তৈরি হচ্ছে, যা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। শুধু বসিরহাট শহরেই নয় গ্রামের পুজোতেও থিমের ছোঁয়া। বসিরহাট মহকুমার মিনাখাঁর মালঞ্চ লোটাস ক্লাবের পুজো মণ্ডপের থিম এশিয়ার অন্যতম উচ্চতম শিবমন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজোর মণ্ডপ। সব মিলিয়ে শুধু কলকাতা নয়, জেলার পুজোগুলিতেও এবার থিমের রমরমা।
Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023 :- দুর্গা পূজা 2023 রেসিপি | দুর্গা পূজা 2023 রেস্তোরাঁ | দূর্গা পূজা 2023 ফ্যাশন | দূর্গা পূজা 2023 ফটো | দূর্গা পূজা 2023 ভিডিও
জুলফিকার মোল্লা