তারপরে এবারও একমাস আগে নোটিশ লাগিয়ে যায় রেল কর্তৃপক্ষ যে আজ রেলের জায়গায় যে সমস্ত মানুষ বসবাস করে বস্তি গড়ে তুলেছেন সেই সমস্ত মানুষদেরকে উঠে যাওয়ার জন্য সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকেই গেট আটকে বিক্ষোভ বসল রেল রেলের জমিতে গোরা ওঠা বস্তির বাসিন্দারা আরপি এফ এসেছে রেলের কর্তৃপক্ষরাও এসেছে এখন দেখার যে সপ্তম বার কি রেল কর্তৃপক্ষ উচ্ছেদ করতে এসে খালি হাতে ফিরতে হয় কিনা।
advertisement
এই বস্তিবাসীদের একটাই দাবি তারা দীর্ঘ ৫০ থেকে ৬০ বছর ধরে এই অঞ্চলে বসবাস করছেন বস্তি গড়ে তুলে তারা জীবন-যাপন চালাচ্ছেন এখানেই তারা কাজ করেন প্রায় ৪০০ পরিবার আছে প্রায় দু’হাজার মানুষ এখানে বসবাস করেন তাদের দাবি তাঁদের পুনর্বাসন দেওয়া হোক তারা ছেড়ে দেবে এখন দেখার রেল কর্তৃপক্ষ কি করে?
কী পদক্ষেপ গ্রহণ করে রাজ্য সরকার এবং রেল কর্তৃপক্ষ আরপিএফ অফিস গাড়ি নিয়ে ঢুকবার সময় গেট আটকে বিক্ষোভ দেখায় কিছুক্ষণ তারপরে গেট খুলে দেয় আরপিএফ অফিসার ভিতরে প্রবেশ করে এবং একটি ঘর ভাঙতে গেলে পরে সেখানে বস্তিবাসীরা বিক্ষোভ দেখায় ঘরের মধ্যে ঢুকে যায় সেই বিক্ষোভের মুখে পড়ে রেলের থেকে আসা আরপিএফ এবং রেল কর্তৃপক্ষ আশা আধিকারিকদেরকে বাজারের মুখে পড়ে ভাঙতে গিয়েও ভাঙতে না পারায় তারা ফিরে যায়।
এখন দেখার রেল প্রশাসন এবং রাজ্য সরকার কবে উদযোগী হয় এই রেল বস্তি মানুষদের বারবার করে রেলের পক্ষ থেকে এই জোর জুলুম বুঝতে বাসীদের তোলা নিয়ে টানাপোড়ান কবে শেষ হয়।