TRENDING:

North 24 parganas News: এই নিয়ে সপ্তমবার দক্ষিণেশ্বরের বস্তি উচ্ছেদে ফিরল আরপিএফ

Last Updated:

North 24 parganas News: সপ্তম বারে পৌঁছলো উচ্ছেদের নোটিসের আগে মাধ্যমিক পরীক্ষার আগে গত মাসে রেল কর্তৃপক্ষর থেকে নোটিশ টাঙানো হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণেশ্বর: সপ্তমবার রেল বস্তি উচ্ছেদ করতে এসে বস্তির বাসিন্দাদের হাতে বাধা পেয়ে এবারও ফাঁকা হাতে ফিরতে হলো আরপিএফ এবং রেল কর্তৃপক্ষ থেকে আসা আধিকারিকদের দক্ষিণেশ্বর রেল বস্তি এবার সপ্তম বারে পৌঁছলো উচ্ছেদের নোটিসের আগে মাধ্যমিক পরীক্ষার আগে গত মাসে রেল কর্তৃপক্ষর থেকে নোটিশ টাঙানো হয়।
দক্ষিণেশ্বরের বস্তি উচ্ছেদ করতে এসে বাসিন্দাদের হাতে বাধা পেয়ে ফিরে যেতে হলো 
দক্ষিণেশ্বরের বস্তি উচ্ছেদ করতে এসে বাসিন্দাদের হাতে বাধা পেয়ে ফিরে যেতে হলো 
advertisement

তারপরে এবারও একমাস আগে নোটিশ লাগিয়ে যায় রেল কর্তৃপক্ষ যে আজ রেলের জায়গায় যে সমস্ত মানুষ বসবাস করে বস্তি গড়ে তুলেছেন সেই সমস্ত মানুষদেরকে উঠে যাওয়ার জন্য সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকেই গেট আটকে বিক্ষোভ বসল রেল রেলের জমিতে গোরা ওঠা বস্তির বাসিন্দারা আরপি এফ এসেছে রেলের কর্তৃপক্ষরাও এসেছে এখন দেখার যে সপ্তম বার কি রেল কর্তৃপক্ষ উচ্ছেদ করতে এসে খালি হাতে ফিরতে হয় কিনা।

advertisement

এই বস্তিবাসীদের একটাই দাবি তারা দীর্ঘ ৫০ থেকে ৬০ বছর ধরে এই অঞ্চলে বসবাস করছেন বস্তি গড়ে তুলে তারা জীবন-যাপন চালাচ্ছেন এখানেই তারা কাজ করেন প্রায় ৪০০ পরিবার আছে প্রায় দু’হাজার মানুষ এখানে বসবাস করেন তাদের দাবি তাঁদের পুনর্বাসন দেওয়া হোক তারা ছেড়ে দেবে এখন দেখার রেল কর্তৃপক্ষ কি করে?

advertisement

View More

কী পদক্ষেপ গ্রহণ করে রাজ্য সরকার এবং রেল কর্তৃপক্ষ আরপিএফ অফিস গাড়ি নিয়ে ঢুকবার সময় গেট আটকে বিক্ষোভ দেখায় কিছুক্ষণ তারপরে গেট খুলে দেয় আরপিএফ অফিসার ভিতরে প্রবেশ করে এবং একটি ঘর ভাঙতে গেলে পরে সেখানে বস্তিবাসীরা বিক্ষোভ দেখায় ঘরের মধ্যে ঢুকে যায় সেই বিক্ষোভের মুখে পড়ে রেলের থেকে আসা আরপিএফ এবং রেল কর্তৃপক্ষ আশা আধিকারিকদেরকে বাজারের মুখে পড়ে ভাঙতে গিয়েও ভাঙতে না পারায় তারা ফিরে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এখন দেখার রেল প্রশাসন এবং রাজ্য সরকার কবে উদযোগী হয় এই রেল বস্তি মানুষদের বারবার করে রেলের পক্ষ থেকে এই জোর জুলুম বুঝতে বাসীদের তোলা নিয়ে টানাপোড়ান কবে শেষ হয়।

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 parganas News: এই নিয়ে সপ্তমবার দক্ষিণেশ্বরের বস্তি উচ্ছেদে ফিরল আরপিএফ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল