TRENDING:

Taki-Kali Temple: টাকির কুলেশ্বরী কালী মন্দির! ভীষণ জাগ্রত মা! জানুন অজানা কাহিনি

Last Updated:

Taki-Kali Temple: জাগ্রত মায়ের মন্দিরে প্রতিদিন ভক্তরা ভিড় জমান! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: মাছ ধরার জালে ঘট পেয়ে স্বপ্নাদেশেই মন্দির স্থাপন। জমিদার রায়চৌধুরি পরিবারের হাত ধরেই টাকির কুলেশ্বরী কালীবাড়ির পুজো শুরু হয়েছিল। সেই থেকে আজও একইভাবে কুলেশ্বরী মায়ের পুজো চলে আসছে। আনুমানিক ১৬৪০-৪৫ সালের মধ্যে টাকির তদানিন্তন জমিদাররা এই কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। বাংলায় জাগ্রত মন্দিরের অভাব নেই। তবে, কোন মন্দিরগুলো জাগ্রত, স্থানীয় বাসিন্দা বা পুরোনো ভক্তরা অবশ্য সেসব অজানা কাহিনি জানেন। অনেক ভক্তদের বিশ্বাস, এই সব মন্দিরে গিয়ে পুজো দিলে মনস্কামনা সত্যি হয়। অনেক বিপদ-আপদ থেকে রক্ষাও পাওয়া যায়।
advertisement

এমনই এক মন্দির হল উত্তর ২৪ পরগনার টাকির কুলেশ্বরী কালী মন্দির। বসিরহাট মহকুমার টাকি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে রয়েছে এই মন্দির। যদিও বর্তমানে এই মন্দিরটি নতুন করে সংস্কার করা হচ্ছে। কথিত আছে বহুবছর আগে ইছামতীতে জেলেদের জালে উঠে এসেছিল সুন্দর নকশা করা ঘট। সেকথা জানতে পারেন টাকির জমিদার রায়চৌধুরীরা। জমিদার গিন্নি সেই রাতেই স্বপ্ন দেখেছিলেন, চালাঘর তৈরি করে ঘটটি প্রতিষ্ঠা করতে হবে। খড়, বিচালি, গোলপাতা দিয়ে মাটির দেওয়ালের মন্দির বানিয়ে কালীপুজোর আয়োজন করা হয়েছিল।

advertisement

আরও পড়ুন: সহজ পদ্ধতিতে বাড়ি থেকে তাড়ান টিকটিকি! রান্না-ঘরের মশলা দিয়েই হবে ম্যাজিক! জানুন

নদীর কূল থেকে ঘটটি পাওয়া গিয়েছিল বলে মন্দিরের নাম হয় কুলেশ্বরী কালীবাড়ি। আবার কেউ বলেন, কোনও সাধক ইছামতীর পাড়ে মা কালীর সাধনা করেন এবং সেই ঘট নদীর পাড়ে পড়েছিল। এরপর টাকির জমিদারকে দেবী স্বপ্নাদেশ দেন ওই ঘট প্রতিষ্ঠা করার। তখনই টাকির জমিদার কালীমন্দির প্রতিষ্ঠা করেন। নাম দেওয়া হয় কুলেশ্বরী কালীমন্দির। কারণ, নদীর কুলেই এই মন্দিরের ঘট পাওয়া গিয়েছিল। ৪০০ বছর ধরে এখানে চলে নিত্যপুজো ও অন্নভোগ। বছরের বিশেষ তিথিতে এই মন্দিরে বড় আকারে পুজো করা হয়। একটা সময় এই পুজোয় কামান দাগা হত। বলি হত শতাধিক পাঁঠা ও মোষ। বর্তমানে এখানে মোষবলি বন্ধ হলেও চালু আছে পাঁঠাবলি। হাসনাবাদে টাকির এই কুলেশ্বরী কালী মন্দিরের পুজো দেখতে আজও ভিড় করেন অগণিত ভক্ত। কারণ, ভক্তরা বিশ্বাস করেন দেবী এখানে অত্যন্ত জাগ্রত।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Taki-Kali Temple: টাকির কুলেশ্বরী কালী মন্দির! ভীষণ জাগ্রত মা! জানুন অজানা কাহিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল