আরও পড়ুন: আবারও ভয়াবহ দুর্ঘটনায় জয়নগরের মৃত্যু হল বধূর
স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখতে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন অল ইন্ডিয়া তপশিলি ফেডারেশন চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মল্লিক। তাঁর আসার কথা আগাম জানত না হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে তফসিলি বোর্ডের সর্বভারতীয় চেয়ারম্যানকে দেখে প্রথমে সকলেই একটু হকচকিয়ে গিয়েছিলেন। যদিও দ্রুত সামলে ওঠেন হাসপাতালের আধিকারিকরা।
advertisement
মৃত্যুঞ্জয়বাবু হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। পাশাপাশি রোগী ও রোগীর পরিজনদের সঙ্গেও কথা বলে তাদের সমস্যার কথা জানতে চান। হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা ও বিভিন্ন দিক ক্ষতিয়ে দেখে তারপর কেন্দ্রীয় সু-স্বাস্থ্যমন্ত্রকের কাছে সমস্ত রিপোর্ট তুলে ধরবেন। জানা গিয়েছে প্রত্যন্ত সুন্দরবনের একাধিক অঞ্চলের মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণভাবে পান তা নিশ্চিত করার চেষ্টা করবেন।
জুলফিকার মোল্লা