তিনি জানান, থিম হিসাবে এবার তুলে ধরা হয়েছে যৌন কর্মীদের সামাজিক জীবন। যৌন কর্মীদের জন্য আইনানুগভাবে অনেক কিছুই করা হয়েছে, তবে সবকিছু আইন দিয়ে হয় না। বাস্তব ক্ষেত্রে অনেক প্রতিকূলতা আছে যৌন কর্মীদের। সেই প্রতিকূলতাকে কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরে আসার কাহিনীটাই এই পুজো মন্ডপে তোলে ধরা হয়েছে। বরানগর ন’পাড়া দাদাভাই সংঘের এবারের থিম "পরিচয়"। মন্ডপে প্রবেশ পথেই দেখা যাচ্ছে যৌনকর্মীদের জীবনযাত্রার নানা কাহিনী।
advertisement
আরও পড়ুনঃ পুজোয় একে অপরকে টেক্কা দিচ্ছে দমদম-বাগুইআটি-নিউ টাউন
মন্ডপের ভেতরে রয়েছে সন্তান কোলে মায়ের ভূমিকায় দুর্গা প্রতিমা। যা সম্পুর্ণটা সিলিকন দিয়ে তৈরী। পশ্চিমবঙ্গে তথা দেশে এই প্রথম। প্রায় দু কিলোমিটার রাস্তা ধরে রয়েছে আলোকসজ্জা। ২৬শে সেপ্টেম্বর সন্ধ্যায় তৃণমূল সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা উদ্বোধন করেন। ২৮শে সেপ্টেম্বর তৃণমূল সাংসদ তথা অভেনেতা দেব এই মন্ডপ পরিদর্শন করেন। সিলিকনের এই প্রতিমা অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে দর্শনার্থীদের কাছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বরানগর ন’পাড়া দাদাভাই সংঘের সিলিকনের প্রতিমা ভাইরাল হয়ে গিয়েছে।
Rudra Narayan Roy