আরও পড়ুন Murshidabad Food: ফুচকায় ব্যাপক চমক! খিদে মিটবে কী, দেখেই তাক লাগবে
বাবা কৌশিক রায় পেশায় ব্যবসায়ী, মা পূজা রায় গৃহবধূ। ছোটবেলা থেকেই বিভিন্ন গানে মেয়ের নাচের আগ্রহ লক্ষ্য করেই তারা ভর্তি করেন নাচের প্রশিক্ষণে। চার বছর বয়স থেকেই ধীরে ধীরে পারদর্শী হয়ে ওঠে এই খুদে প্রতিভা। কামারথুবার বেসরকারি ইংরেজ মাধ্যম স্কুলের পড়ুয়া কথাকলি। পড়াশোনার পাশাপাশি নাচকে তার সঙ্গী বানিয়ে নিয়েছিলেন। নিজের মনেই করে চলতেন সময় অসময়ে নানান নৃত্যের কৌশল। আর তার মধ্য দিয়েই চলত অনুশীলন।
advertisement
আরও পড়ুন East Medinipur News: ঠিক যেন অপরূপ ডিজাইন করা গয়না! সোনার বদলে ডালের, তৈরি করার পদ্ধতি দেখুন
এরপরই অডিশন দিয়ে সুযোগ আসে ডান্স ডান্স জুনিয়র সৃজন থ্রি তে অংশগ্রহণ করার। দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে এই প্রতিযোগিতায় দর্শকদের পাশাপাশি বিচারকদের মন জয় করে নিয়েছেন ছোট কথাকলি। একুশ জন প্রতিযোগীর মধ্যে ছোট্ট কথাকলি রায় জিতে নেয় সেরার শিরোপা। কথাকলির ডান্স শিক্ষক ইন্দ্রজিৎ পালের কাছে প্রশিক্ষণের পাশাপাশি বাবা-মায়ের বাড়তি নজর ছোট বয়সেই তাকে পারদর্শী করে তুলেছে। যে কোনও নৃত্য অবলীলায় করতে পারে ছয় বছরের ছোট্ট এই নৃত্যশিল্পী কথাকলি। এখন লক্ষ্য সামনে এগিয়ে যাওয়ার আরও বড় প্লাটফর্মে নিজেকে তুলে ধরার, চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। খেতাব জয় করে রীতিমত খুশি খুদে এই শিল্পী।
রুদ্র নারায়ন রায়