যারা পরিবার থেকে দূরে থেকে সারা বছর সীমান্তে অতন্দ্র প্রহরীর মত নিরাপত্তা দিয়ে দেশকে সুরক্ষিত রাখেন। দীপাবলির পরেও তারা ভাইফোঁটায় বাড়ি যেতে পারেননি। বোনের হাত থেকে ভাইফোঁটা নেওয়া আশীর্বাদ ফুল মিষ্টি শুভেচ্ছা থেকে যাতে তারা বঞ্চিত না হয়, তার জন্যই আজকের সীমান্তের জিরো পয়েন্টে ভাইফোঁটার আয়োজন করা হয়। আনন্দ ও উৎসবের মধ্যে দিয়েই দুদেশের জওয়ানরা দিনটাকে উদযাপন করলেন। আর এই আবেগঘন মুহূর্তকেই ফ্রেমবন্দি করতে দেখা গেল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সৈনিকদের।
advertisement
আরও পড়ুনঃ পুজোয় ছুটি না নিয়ে কর্মে অবিচল! ডেঙ্গি রোধে বদ্ধপরিকর এলাকার স্বাস্থ্যকর্মীরা
পাশাপাশি দুই বাংলা সীমান্তের জওয়ানরাও বোনেদের থেকে ভাই ফোঁটা পেয়ে রীতিমতো খোশ মেজাজে। চললো খাওয়া দাওয়ার পর্বও। একে অপরের মধ্যে আলিঙ্গন ভ্রাতৃত্ববোধ আজকের সীমান্তের দিনটাকে করে তুলল অন্যান্য দিনের থেকে অনেকটাই আলাদা। সীমান্তের রক্ষিরাও এদিন বোনেদের হাত থেকে ফোটা পেয়ে, ঘুরলেন বাড়িতে যাওয়ার যন্ত্রনা। আর এই বন্ধনের মধ্যে দিয়েই দু দেশের সম্পর্ক কিছুটা হলেও উন্নতি হল বলেই মনে করছেন স্থানীয় এলাকার বাসিন্দারা।
Rudra Narayan Roy