শুরু হয় কঠোর অনুশীলন। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। ২০১৪ সালে কমনওয়েলথ গেমসে ব্রঞ্চ পদক জয় করেন সাকিনা। ২০১৮ সালে এশিয়া গেমস এ ব্রোঞ্জ পায় সে (North 24 Parganas News)। ২০২১ সালে করোনা মহামারীর মধ্যেও থেমে থাকেনি সাকিনা। লড়াইতে নেমেছিল সে। জাপানের টোকিওতে প্যারা অলিম্পিকে পঞ্চম স্থান দখল করেন বাংলার এই মেয়ে ৷ ২০২২ সালে চলতি মাসে প্যারা ন্যাশনাল অনুষ্ঠিত হয় সল্টলেকের সাইতে। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে জাতীয় স্তরে গোল্ড মেডেল পায় বসিরহাটের হতদরিদ্র পরিবারের প্রতিবন্ধী মেয়ে সাকিনা৷ সাকিনার এখন মূল লক্ষ্য ২০২৪ - এ ফ্রান্সের প্যারা অলিম্পিক্সে অংশগ্রহণ করার। এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন সে৷
advertisement
ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে একটি সরকারি ঘর ও কোড়াপাড়া গ্রামে সাকিনার নামাঙ্কিত একটি পিচের রাস্তা করে দেওয়া হয়েছে (North 24 Parganas News)। সাকিনা জানালেন, "ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে আজ আমি সফল হয়েছি। আমার মতন যারা পিছিয়ে রয়েছে, তারাও এগিয়ে আসুক। একদিন তারাও সফল হবে। শুধু দরকার মনের সাহস।" মেয়ের এই সাফল্যে রীতিমতো গর্বিত সাকিনার পরিবার। মেয়ের কথা বলতে গিয়ে রীতিমতো চোখ ছল ছল অবস্থা বাবা মা রও। এলাকার মেয়ের এই সাফল্যে গর্বিত বসিরহাটের বাসিন্দারাও। করোনা মহামারীর কারণে কিছুটা পিছিয়ে গেলেও, লক্ষ্য পূরণে এখন রাত দিন অনুশীলন করে চলেছেন প্রতিবন্ধী সাকিনা খাতুন।
Rudra Narayan Roy