সোনারপুরের মিশনপল্লীর বাসিন্দা বৄন্দাবন সিংহ রায় (৬৭) ৷ দিল্লিতে একটি বেসরকারী সংস্থায় কর্মরত ছিলেন ৷ বাড়িতে তিনি ছাড়াও থাকেন তার স্ত্রী ও পুত্র ৷ ছেলে সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক ৷
আরও দেখুন
এক আত্মীয়ের বিয়ে উপলক্ষ্যে তাঁর স্ত্রী ও ছেলে বর্ধমানে গিয়েছিলেন ৷ বাড়ি ফাঁকাই ছিল ৷ বাড়ির মেন গেটও খোলা ছিল ৷ নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে দুষ্কৃতীরা পায়ে হেঁটে আসে যাতে কারোর কোনও সন্দেহ না হয় ৷
advertisement
আরও দেখুন – Sundarban News: ও মা! বিশালাকৃতি ওই দানবটা জালের মধ্যে কী করে আটকে, এলাকা তোলপাড়
বৄন্দাবনবাবু জানান তিনি দুপুরে স্নান সেরে পুজো করছিলেন তারপর পুজো সেরে যখন খেতে যাওয়ার তোড়জোড় করছিলেন সেইসময় আচমকা দুজন এসে তার গলায় চাকু ধরে ৷ তাদের মুখ ঢাকা ছিল বলে জানা গিয়েছে ৷ বৃদ্ধের হাত ও মুখ বেঁধে পুরো ঘর তছনছ করে৷ প্রায় ৩ লক্ষ টাকার মত নগদ, একশো গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দেয় তাঁরা ৷ প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে এই অপারেশন ৷ দুষ্কৃতীরা পালিয়ে যেতেই কোনওরকমে মুখের কাপড় খুলে চিৎকার শুরু করেন বৃদ্ধ ৷ তাই শুনে এগিয়ে আসেন প্রতিবেশীরা ৷ তাঁরাই তাঁকে উদ্ধার করেন ৷
তারপর বৃদ্ধের কথা শুনে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করে এলাকার কিছু যুবক ৷ যেহেতু তারা পায়ে হেঁটে এসেছিল একজনকে ধরে ফেলে ৷ তার নাম নাজমুল হোসেন শেখ ৷ তার বাড়ি ক্যানিং এলাকায় বলে জানা গিয়েছে ৷ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে কিছু সোনার গয়না ৷ এছাড়া গ্রেফতার করা হয়েছে বাড়ির গাড়ি চালককেও ৷ ধৄত দুজনকেই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷
Arpan Mandal