TRENDING:

Crime News: চেনা লোকের কী কাণ্ড, একা বৃদ্ধকে গলায় ছুরি ঠেকিয়ে যা যা হল

Last Updated:

South 24 Parganas News.বৄদ্ধের গলার ছুরি ঠেকিয়ে  হাত ও মুখ বেঁধে ডাকাতির  নরেন্দ্রপুরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোনারপুর: বাড়িতে একাকী বৄদ্ধের গলার ছুরি ঠেকিয়ে তার হাত ও মুখ বেঁধে ডাকাতির ঘটনা ঘটল নরেন্দ্রপুর থানা এলাকার মিশনপল্লীতে ৷ বাড়ির গাড়ি চালকের পরিকল্পনাতেই ডাকাতির এই ছক বলে জানা গিয়েছে ৷ ঘটনায় গাড়িরচালক সহ গ্রেফতার মোট দুই ৷ বৄদ্ধের উপস্থিত বুদ্ধির জেরে ঘটনার পরেই স্থানীয় বাসিন্দাদের হাতে ধৃত এক ডাকাত ৷ বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷
বৃদ্ধের কথা শুনে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করে এলাকার কিছু যুবক
বৃদ্ধের কথা শুনে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করে এলাকার কিছু যুবক
advertisement

সোনারপুরের মিশনপল্লীর বাসিন্দা বৄন্দাবন সিংহ রায় (৬৭) ৷ দিল্লিতে একটি বেসরকারী সংস্থায় কর্মরত ছিলেন ৷ বাড়িতে তিনি ছাড়াও থাকেন তার স্ত্রী ও পুত্র ৷ ছেলে সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক ৷

আরও দেখুন

View More

এক আত্মীয়ের বিয়ে উপলক্ষ্যে তাঁর স্ত্রী ও ছেলে বর্ধমানে গিয়েছিলেন ৷ বাড়ি ফাঁকাই ছিল ৷ বাড়ির মেন গেটও খোলা ছিল ৷ নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে দুষ্কৃতীরা পায়ে হেঁটে আসে যাতে কারোর কোনও সন্দেহ না হয় ৷

advertisement

আরও দেখুন – Sundarban News: ও মা! বিশালাকৃতি ওই দানবটা জালের মধ্যে কী করে আটকে, এলাকা তোলপাড়

বৄন্দাবনবাবু জানান তিনি দুপুরে স্নান সেরে পুজো করছিলেন তারপর পুজো সেরে যখন খেতে যাওয়ার তোড়জোড় করছিলেন সেইসময় আচমকা দুজন এসে তার গলায় চাকু ধরে ৷ তাদের মুখ ঢাকা ছিল বলে জানা গিয়েছে ৷ বৃদ্ধের হাত ও মুখ বেঁধে পুরো ঘর তছনছ করে৷ প্রায় ৩ লক্ষ টাকার মত নগদ, একশো গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দেয় তাঁরা ৷ প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে এই অপারেশন ৷ দুষ্কৃতীরা পালিয়ে যেতেই কোনওরকমে মুখের কাপড় খুলে চিৎকার শুরু করেন বৃদ্ধ ৷ তাই শুনে এগিয়ে আসেন প্রতিবেশীরা ৷ তাঁরাই তাঁকে উদ্ধার করেন ৷

advertisement

তারপর বৃদ্ধের কথা শুনে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করে এলাকার কিছু যুবক ৷ যেহেতু তারা পায়ে হেঁটে এসেছিল একজনকে ধরে ফেলে ৷ তার নাম নাজমুল হোসেন শেখ ৷ তার বাড়ি ক্যানিং এলাকায় বলে জানা গিয়েছে ৷ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে কিছু সোনার গয়না ৷ এছাড়া গ্রেফতার করা হয়েছে বাড়ির গাড়ি চালককেও ৷ ধৄত দুজনকেই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Arpan Mandal

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Crime News: চেনা লোকের কী কাণ্ড, একা বৃদ্ধকে গলায় ছুরি ঠেকিয়ে যা যা হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল